Advertisment

Suryakumar Yadav catch: ভারতকে সুবিধা দেওয়ার জন্যই কি বাউন্ডারির দড়ি সরানো হয়েছিল! বিস্ফোরক ক্যাচের আসল সত্যি ফাঁস অবশেষে

Suryakumar Yadav controversial catch: সূর্যকুমারের ক্যাচ কি আসলেই বৈধ, আসল ঘটনা সামনে এল এবার

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav, T20 World Cup, সূর্যকুমার যাদব, টি২০ বিশ্বকাপ,

Suryakumar Yadav-T20 World Cup: সূর্যকুমার যাদবের সেই বিতর্কিত ক্যাচ। (ছবি- টুইটার)

Reason behind Suryakumar Yadav catch controversy: টি-২০ বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের ক্যাচ বিতর্কের এবার পরদা ফাঁস হল। বাউন্ডারির দড়ি সরিয়ে সেখান থেকে সূর্যকুমার ডেভিড মিলারের ক্যাচ ধরেছেন। এমনটাই অভিযোগ উঠেছে। তা নিয়ে বিভিন্ন মহল থেকে কেউ সূর্যকুমারের বিপক্ষে, কেউ বা পক্ষেও বলেছেন। এবার সেই বিতর্কেরই কার্যত যবনিকাপাত ঘটল। যদিও এই যবনিকাপাতের পরও টি-২০ বিশ্বকাপের শেষ ওভারে যাদবের ওই ক্যাচ বিতর্কের কতটা অবসান ঘটবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Advertisment

২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনালে চূড়ান্ত ওভারে বাউন্ডারি লাইন থেকে সূর্যকুমার যাদব বিতর্কিত ওই ক্যাচটি ধরেন। ক্যাচটা বাউন্ডারি লাইন থেকে এত কাছে তিনি ধরেছেন, যে তা বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই নানা ভিডিও দেখিয়ে অভিযোগ করেছেন, ওটা বাউন্ডারি হয়ে গিয়েছিল। আর, এই অভিযোগই বিতর্কের জন্ম দিয়েছে। সেই সময় জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ১৬ রান দরকার ছিল।

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট করছিলেন ডেভিড মিলার। তিনি হার্দিক পান্ডিয়ার একটি ওয়াইড ফুলটসে ছয় মারার চেষ্টা করেন। তখনই সূর্যকুমার লং অফে বলটি ধরে ফেলেন। থার্ড আম্পায়ার পরীক্ষা করে জানিয়েছিলেন, সূর্যকুমার নিয়ম মেনেই ক্যাচ ধরেছেন। কিন্তু, তাতে বিতর্ক থামেনি। ভিডিও প্রকাশ করে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন অনেক ভারত বিরোধী ক্রিকেটপ্রেমী।

সোশ্যাল মিডিয়ায় অনেক ভারত-বিরোধী ক্রিকেটপ্রেমীই দাবি করেছেন যে ভারতীয় দলকে ওই ক্যাচ ন্যায্য বলে সিদ্ধান্ত নিয়ে অন্যায় সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। অনেক পুরোনো ক্রিকেটপ্রেমী অবশ্য, ওই ক্যাচের মধ্যে ১৯৮৩ সালের বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কপিল দেবের নেওয়া দুর্দান্ত ক্যাচের ঝলক খুঁজে পেয়েছেন। ভিভ রিচার্ডস সেই সময় মদন লালের ডেলিভারিতে বলটি তুলে মেরেছিলেন। মিড-অন থেকে সেই ক্যাচই ধরেছিলেন কপিল দেব।

আরও পড়ুন- KKR তারকাকে অবশেষে ডেকে নিল BCCI! নাইটদের চ্যাম্পিয়ন নায়ক এবার টিম ইন্ডিয়ার জার্সিতে

এবার সেই বিতর্কেরই কার্যত যবনিকাপাত করে সূর্যকুমার যাদব দাবি করেছেন, তিনি নিয়ম মেনেই ক্যাচটি ধরেছিলেন। তিনি বলেছেন, 'দেশের জন্য বিশেষ কিছু করতে পেরে আমি গর্বিত। এটা ঈশ্বরের পরিকল্পনা ছাড়া হওয়া অসম্ভব।' সূর্যকুমারের আগেই অবশ্য দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট বিশেষজ্ঞ শন পোলক জানিয়ে দিয়েছিলেন যে সূর্যকুমার সঠিক নিয়ম মেনেই ক্যাচ নিয়েছেন। আর, বিষয়টিতে বিতর্কের কিছুই নেই। তবে ওই ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার যতটা না মাথাব্যথা, তার চেয়ে বেশি মাথাব্যথা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এবং বাংলাদেশের সমর্থকদের। যাদের দলকে ভারত বারবার হারিয়েছে। আর, এবারের টি-২০ বিশ্বকাপেও চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।

T20 World Cup South Africa Cricket Team ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Suryakumar Yadav
Advertisment