দক্ষিণ আফ্রিকায় মহিলাদের টি২০ ক্রিকেট বিশ্বকাপের আসর বসছে। ২৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল। সেই টুর্নামেন্টেই এবার বাংলাদেশ দলের এক সদস্য স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন বুকিদের কাছ থেকে। এমনটাই জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সংশ্লিস্ট ক্রিকেটার আইসিসির দুর্নীতি দমন শাখায় অভিযোগ করেছেন। বিসিবির মহিলা বিভাগের চেয়ারম্যান শরিফুল আলম নাদেল এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ডেইলি স্টার প্রচারমাধ্যমকে।
তিনি জানিয়েছেন, "পুরো বিষয়টি আপাতত দুর্নীতিদমন শাখা দেখছে। এই বিষয়ে আমাদের বিচারের কোনও এক্তিয়ার নেই। পুরো বিষয়টি এখন আইসিসির সংশ্লিষ্ট দফতরের হাতে। আমরা পুরো পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল।" জুয়ার মাধ্যমে ম্যাচের ফলাফল অগ্রিম নির্ধারণ করার বিষয়টি নিতে গত কয়েক বছরে আইসিসি কড়া অবস্থান নিয়েছে।
ঢাকার এই টিভি চ্যানেলে এক অডিও প্রকাশ করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট বাংলাদেশি মহিলা ক্রিকেটারকে জুয়াড়িদের তরফে গড়াপেটার প্রস্তাব দিতে শোনা গিয়েছে। আইসিসি এবং বিসিবির তরফে যদিও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বিসিবির ক্রিকেট সচিব নিজামুদ্দিন চৌধুরি ইএসপিএন ক্রিকইনফো-কে জানিয়েছেন, "পুরো বিষয়টি ভীষণ সংবেদনশীল। কোন জিনিস করণীয় এবং কোন বিষয় করণীয় নয়, সেই সম্পর্কে আমাদের ক্রিকেটাররা অবগত রয়েছে। যদি কেউ প্রস্তাব পেয়ে থাকে, তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী তা দুর্নীতি দমন শাখায় জানাতে হবে।"
Read the full.article in ENGLISH