মাঠে ফিরেছেন। খেলছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। তবে নেমেই বিতর্ক তৈরি করলেন শ্রীসন্থ। সাত বছর পরে ফিরেই শ্রীসন্থ ফের একবার শিরোনামে।
‘হাঁটুর বয়সী’ মুম্বই ব্যাটসম্যান যশস্বী জয়সোয়ালকেও স্লেজিং করতে ছাড়লেন না তারকা পেসার। যা নিয়ে ম্যাচের পরেই উত্তাল কান্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া কেরালা তারকা। আগেই জানিয়েছিলেন। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরালা দলের বোলিং বিভাগের নেতৃত্বেও তিনি। এলিট গ্রুপ ই- এর ম্যাচে মুম্বইয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছিল কেরালা। সেই ম্যাচেই যশস্বী জয়সোয়ালকে স্লেজিং করে বসলেন ৩৮ বছরের শ্রীসন্থ।
— Sandybatsman (@sandybatsman) January 14, 2021
শুরু থেকেই মুম্বইয়ের তরুণকে মানসিকতায় চিড় ধরাতে চাইছিলেন তিনি। তরুণ পেসারকে নিজের ওভারে বিষাক্ত গতিতে পরাস্ত করেন তৃতীয় বলে। তারপরেই আগুনে চাহনি দেন শ্রীসন্থ। তার পাল্টা দেন মুম্বইয়ের যুব ক্রিকেটারও। পরের বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে বসেন তিনি। তারপরের বলেও শ্রীসন্থের বল ওভার বাউন্ডারিতে পাঠান। তার পরের বলে আসে বাউন্ডারি। শেষ তিন বলে যশস্বী তোলেন ১৬ রান।
জয়সোয়াল বনাম শ্রীসন্থের মিনি ডুয়েল ম্যাচের পরেই শিরোনামে উঠে আসে। বর্ষীয়ান পেসারের স্লেজিংয়ের জবাব জোড়া ছক্কা হাঁকিয়ে দেন যশস্বী।
ম্যাচে যশস্বী রান পান। ওয়াংখেড়েতে মুম্বই তারকা ৩২ বলে ৪০ রান করে দলকে ভালো সূচনা উপহার দেন। মুম্বই অধিনায়ক সূর্যকুমার যাদব ১৯ বলে ৩৮ করে যান। তারপর শিবম দুবে মুম্বইকে ২০ ওভারে ১৯৬/৭-এ পৌঁছে দেন।
জবাবে কেরালা ব্যাট করতে নেমে বিশাল এই রান ৪ ওভার বাকি থাকতেই তুলে দেয় মহম্মদ আজহারউদ্দিনের দুর্ধর্ষ ৫৪ বলে ১৩৭ রানের ইনিংসে ভর করে। স্যামসনের দল ৮ উইকেটে হারিয়ে দেয় মুম্বইকে।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে