SL vs BAN 1st ODI: হাসারাঙ্গার বিষাক্ত স্পিনে ধ্বংস বাংলাদেশ, টাইগারদের 'নাগিন ডান্স' থামিয়ে দিল শ্রীলঙ্কা

Sri Lanka vs Bangladesh: ২৪৫ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ১০০/১ রান তুলে ভাল অবস্থায় ছিল। কিন্তু তারপরই শ্রীলঙ্কার স্পিনারদের বিষাক্ত ছোবলে ধসে যায় টাইগারদের ব্যাটিং।

Sri Lanka vs Bangladesh: ২৪৫ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ১০০/১ রান তুলে ভাল অবস্থায় ছিল। কিন্তু তারপরই শ্রীলঙ্কার স্পিনারদের বিষাক্ত ছোবলে ধসে যায় টাইগারদের ব্যাটিং।

author-image
IE Bangla Sports Desk
New Update
SL vs BAN 1st ODI Result: বুধবার শ্রীলঙ্কার হাতে লজ্জার শিকার হলেন শান্ত-লিটনরা

SL vs BAN 1st ODI Result: বুধবার শ্রীলঙ্কার হাতে লজ্জার শিকার হলেন শান্ত-লিটনরা

SL vs BAN 1st ODI Highlights: আবার হারল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে T20 সিরিজে হারের পর এবার শ্রীলঙ্কার মাটিতেও বাংলাদেশের (Bangladesh Cricket Team) জঘন্য দশা অব্যাহত। বুধবার শ্রীলঙ্কার হাতে লজ্জার শিকার হলেন শান্ত-লিটনরা। শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) বিরুদ্ধে কলম্বোতে বুধবার প্রথম ওয়ানডে ম্যাচে (Sri Lanka vs Bangladesh 1st ODI) বাংলাদেশকে ৭৭ রানে হারতে হল। 

Advertisment

২৪৫ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ১০০/১ রান তুলে ভাল অবস্থায় ছিল। কিন্তু তারপরই শ্রীলঙ্কার স্পিনারদের বিষাক্ত ছোবলে ধসে যায় টাইগারদের ব্যাটিং।  মাত্র ২৬ বলে ৫ রানে ৭টি উইকেট হারিয়ে বসে, আর পুরো দল ১৬৭ রানে অলআউট হয়ে যায়। এই হার বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক।

শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ২৯/৩ অবস্থায় ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে অধিনায়ক চরিথ আসালাঙ্কা ধৈর্যের সঙ্গে ব্যাট করে নিজের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর পাশে কুশল মেন্ডিস ৪৫ রান করেন। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪টি উইকেট নেন।

আরও পড়ুন চরম বেইজ্জতি বাংলাদেশ ক্রিকেটের, তড়িঘড়ি নেওয়া হল বড় সিদ্ধান্ত!

Advertisment

টার্গেট তাড়া করতে নামা বাংলাদেশ মাত্র ১৬৭ রানে গুটিয়ে যায়। নাজমুল হোসেন শান্ত রান আউট হয়ে যান। তানজিদ হাসানের (৬২) সঙ্গে ৭১ রানের জুটি গড়েছিলেন এবং ভালো ছন্দে ছিলেন শান্ত। গলে টেস্টে দু’টি সেঞ্চুরি করা শান্ত ২৬ বলে ২৩ রান করে আউট হন। এরপর বাংলাদেশের মিডল অর্ডার পুরোপুরি ভেঙে পড়ে। লিটন দাস শূন্য, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ শূন্য রানে ফেরেন। জাকির আলি কিছুটা লড়াই করে ৫১ রান করেন, তবুও পুরো দল ১৬৭ রানের বেশি করতে পারেনি।

শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪টি উইকেট নেন। বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ হারের পর স্বীকার করেন যে দল ভাল খেলতে পারেনি। 

আরও পড়ুন মিইয়ে গেল বাঘের গর্জন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ল্যাজেগোবরে বাংলাদেশ

মিরাজ বলেন, “আমরা ভাল শুরু করেছিলাম, কিন্তু রান আউট আমাদের বিপদে ফেলেছে। আমাদের মিডল অর্ডার চাপ নিতে পারেনি। আমাদের বড় জুটি গড়া দরকার ছিল। হারা অবশ্যই কষ্টের, তবে আমরা এর চেয়ে ভাল খেলতে পারি। দু’দিনের মধ্যে আমরা ঘুরে দাঁড়াব।”

Sri Lanka Cricket Team Bangladesh Cricket Team