Advertisment

ইন্ডিয়া সিরিজে মুনাফা কোটি কোটি! সৌরভদের কাছে কৃতজ্ঞতায় ঝুঁকল লঙ্কান বোর্ড

দুই পড়শি দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক বরাবর ভালো। দুই দেশ একে অন্যের বিপক্ষে ১৬২ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শ্রীলঙ্কার বিরুদ্ধে কিছুদিন আগেই সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলে দেশে ফিরেছে ভারতীয় দল। জাতীয় দলের প্রথম সারির অধিকাংশ তারকাই ইংল্যান্ডে থাকায় দ্বিতীয় সারির দল নিয়েই শ্রীলঙ্কায় ভারত হাজির হয়েছিল। স্কোয়াডে নতুন মুখ হিসাবে রাখা হয়েছিল হাজডজন তরুণ তুর্কিকে। প্রত্যেকেই সিরিজের কোনও না কোনও ম্যাচে খেলেছেন।

Advertisment

টি২০ বিশ্বকাপের আগেই এটাই ছিল ভারতের শেষ টি২০ সিরিজ। ভারত নতুনদের দেখে নেওয়ার উদ্দেশ্য নিয়ে খেললেও সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কারণ প্রথম টি২০ ম্যাচের পরেই ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হন। তাঁর সংস্পর্শে আসা ৮জন তারকাকেও কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এর ফায়দা শ্রীলঙ্কা পুরোপুরি তোলে। ওয়ানডে সিরিজ হারলেও ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ দখল করে নেয় লঙ্কানরা।

আরও পড়ুন: ব্যাট হাতে টানা ব্যর্থ পূজারা-রাহানে! সরাসরি এবার মুখ খুললেন কোহলি

শুধু মাঠেই নয়। মাঠের বাইরেও লাভবান হয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার মিডিয়ায় লঙ্কান ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা জানিয়ে দিয়েছেন, ভারত সিরিজ আয়োজন করে শ্রীলঙ্কান বোর্ড ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার লাভ করেছে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১০৭ কোটি টাকারও বেশি। সিরিজ শুরুর আগেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বিসিসিআইকে অনুরোধ করা হয়, যেন তিনটে টি২০ ম্যাচ খেলে ভারত। এতেই অতিরিক্ত অর্থ শ্রীলঙ্কার বোর্ডের ঘরে ঢুকেছে।

ডিসিলভা ডেইলি এফটি-কে জানিয়েছেন, "ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, ভারতের বিরুদ্ধে আমাদের তিনটে ওয়ানডে খেলার কথা। তবে বোর্ড সভাপতি সাম্মি সিলভা ভারতকে আরও তিনটি টি২০ খেলতে রাজি করান। যাতে আর্থিকভাবে শ্রীলঙ্কান বোর্ড লাভবান হতে পারে। ভারতীয় বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্কের কারণেই এই শিথিলতা আনতে সক্ষম হই আমরা। সম্প্রচার সহ বাকি সমস্ত স্বত্ত্ব থেকে আমাদের মোট উপার্জনের পরিমাণ ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার।"

আরও পড়ুন: বিদায় শাস্ত্রী! বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়া ছাড়ছেন হেড কোচ, চাঞ্চল্য তুঙ্গে

ভারতীয় বোর্ডকে কৃতজ্ঞতা জানিয়ে লঙ্কান বোর্ডের কর্তা আরও জানিয়েছেন, "অতিমারি সত্ত্বেও ভারতীয় বোর্ড শ্রীলঙ্কায় জাতীয় দল পাঠিয়ে অতিরিক্ত ম্যাচ খেলতে রাজি হওয়া- এর অন্যতম কারণ হল, দুই দেশের ক্রিকেট বোর্ডের হার্দিক সম্পর্ক।"

দুই পড়শি দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক বরাবর ভালো। দুই দেশ একে অন্যের বিপক্ষে ১৬২ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। শুধুমাত্র শ্রীলঙ্কান বোর্ডই নয়, অতিমারির সময়ে ভারতীয় বোর্ড সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকেও। পূর্ণাঙ্গ সফরের আয়োজন করে অজি বোর্ডও যথেষ্ট লাভবান হয়।

টাইমস অফ ইন্ডিয়া-কে বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়ে দিয়েছেন, "ভারতীয় বোর্ডের মুকুটে এই বিবৃতি এক নয়া পালক। বিসিসিআই যে নিজেদের প্রতিশ্রুতি পালন করতে বদ্ধপরিকর, তা এতেই প্রমাণিত। অতিমারির কারণে সমস্ত দেশের ক্রিকেট বোর্ডও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়াও দেউলিয়া হয়ে গিয়েছিল প্রায়। বিপর্যয়ের মুখে ছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও। সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কারণে ১৫০ কোটি টাকা মুনাফা করেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও ভারতীয় বোর্ডের প্রতি শ্রদ্ধাশীল।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Indian Cricket Team Cricket News Sri Lanka
Advertisment