Advertisment

Sri Lanka cricketer shot dead: স্ত্রী সন্তানের সামনেই বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে হত্যা! ক্রিকেটবিশ্বে ঝড় তুলে দিল নৃশংস ঘটনা

Sri Lanka cricketer shot dead: বাড়ির বাইরে একজন অজ্ঞাতপরিচয় আততায়ী ধম্মিকাকে গুলি করে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dhammika Niroshana, Sri Lanka, ধাম্মিকা নিরোশানা, শ্রীলঙ্কা

Dhammika Niroshana-Sri Lanka: ধাম্মিকা নিরোশানা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন। (প্রতীকী ছবি)

Dhammika Niroshana dead: শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রাক্তন অধিনায়ক ধম্মিকা নিরোশানাকে গুলি করে হত্যা করা হয়েছে। ৪১ বছর বয়সি নিরোশানাকে বুধবার হত্যা করা হয়েছে। সেই সময় তাঁর স্ত্রী এবং দুই সন্তান আম্বালাঙ্গোডায় তাঁর বাড়িতে ছিলেন। সেই বাড়ির বাইরে একজন অজ্ঞাতপরিচয় আততায়ী ধম্মিকাকে গুলি করে।

Advertisment

শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে গ্রেফতারের জন্য তদন্ত চলছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে ঘটনাটি ঘটার সময় নিরোশানার স্ত্রী এবং দুই সন্তান তাঁর সঙ্গে তাঁদের বাড়িতেই ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বন্দুকধারী ১২ বোরের আগ্নেয়াস্ত্র দিয়ে এই খুনটা করেছে।

শ্রীলঙ্কা পুলিশের মিডিয়া মুখপাত্র নিহাল থালডুয়ার মতে, 'গোলাগুলির ঘটনায় জড়িত সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য তদন্ত চলছে। যা একটি গ্যাং-ওয়ারের ফল বলে মনে হচ্ছে।' প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে নিরোশানা মাত্র তিন মাস আগে দেশে ফিরে এসেছিলেন। এর আগে আম্বালাঙ্গোডা অঞ্চলে তাঁর ঘনিষ্ঠ বন্ধু দাসুন মানাওয়াডুকে হত্যা করা হয়। তারপরই বাঁচতে পালিয়ে গিয়েছিলেন ধম্মিকা নিরোশানা। কিন্তু, শেষরক্ষা হল না।

আরও পড়ুন- টেস্টে খেলা সকলকে মানতেই হবে এই শর্ত! নিয়ম করেও জয় শাহের বোর্ডের ছাড় তিন মহাতারকাকে

নিরোশানার হত্যার সঙ্গে প্রাক্তন প্রথম-শ্রেণির ক্রিকেটার এবং ক্রিকেট প্রশাসক এইচ. প্রেমাসিরির মৃত্যুর কোনও যোগসূত্র আছে কি না, পুলিশ তা তদন্ত করে দেখছে। ২০১৬ সালে প্রেমাসিরির মৃত্যু হয়েছিল। পুলিশ সেই মৃত্যুরও তদন্ত করছে। প্রেমাসিরিকে গল জেলার আম্বালানগোডায় তাঁর বাসভবনের কাছেই গুলি করা হয়েছিল। সেই সময় তিনি গল ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

শ্রীলঙ্কার জুনিয়র টিমের প্রাক্তন অধিনায়ক নিরোশানাকে প্রতিশ্রুতিমান প্রতিভা হিসেবে বিবেচনা করা হত। তিনি ২০০০ সালে শ্রীলঙ্কার হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে পা রাখেন। কয়েকটি খেলায় দলের নেতৃত্ব দেন। কিন্তু, মাত্র ২১ বছর বয়সে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন।

শ্রীলঙ্কার জুনিয়র টিমের প্রাক্তন অধিনায়ক
নিরোশানাকে প্রতিশ্রুতিমান প্রতিভা হিসেবে বিবেচনা করা হত। তিনি ২০০০ সালে শ্রীলঙ্কার হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে পা রাখেন। কয়েকটি খেলায় দলের নেতৃত্ব দেন। কিন্তু, মাত্র ২১ বছর বয়সে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। নিরোশানা, একজন ডানহাতি ফাস্ট বোলার। পাশাপাশি, একজন দক্ষ ডানহাতি ব্যাটারও। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০০২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন। নিরোশানার দলের ফারভেজ মাহারুফ, জীবন মেন্ডিস, ধম্মিকা প্রসাদ ও উপুল থারাঙ্গা-সহ বেশ কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক তারকা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। নিরোশানা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাঁচ ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন।

cricket Cricket World Cup Murder Cricket News Sri Lanka Cricket Team
Advertisment