দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকাকে দু’ম্যাচের টেস্ট সিরিজে ২-০ হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা। ১২ বছর পর প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জিতল লঙ্কাবাহিনি।

দক্ষিণ আফ্রিকাকে দু’ম্যাচের টেস্ট সিরিজে ২-০ হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা। ১২ বছর পর প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জিতল লঙ্কাবাহিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Srilankan Team

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ৩৩৮ ও ২৭৫/৫ (ডিক্লেয়র)

দক্ষিণ আফ্রিকা ১২৪ ও ২৯০

১৯৯ রানে জয়ী শ্রীলঙ্কা

দু’ম্যাচের টেস্ট সিরিজ ২-০ জিতল শ্রীলঙ্কা

ম্যাচের ও সিরিজের সেরা দিমুথ করুনারত্নে

দক্ষিণ আফ্রিকাকে দু’ম্যাচের টেস্ট সিরিজে ২-০ হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা। ১২ বছর পর প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জিতল লঙ্কাবাহিনি। শেষবার ২০০৬-তে জয় এসেছিল দ্বীপরাষ্ট্রের।

Advertisment

এই মুহূর্তে শ্রীলঙ্কায় সফররত দক্ষিণ আফ্রিকা। সূচিতে দু’টি টেস্ট, পাঁচটি ওয়ান ডে ও একটি টি-২০ রয়েছে। টেস্ট সিরিজে দুরন্ত জয় দিয়ে শুভারম্ভ করল সুরঙ্গ লাকমলরা। গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কা ২৭৮ রানে জিতেছিল। সোমবার সিরিজের সিংহলি স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে ফাফ দু প্লেসিরা ১৯৯ রানে হারলেন।

Advertisment

কলম্বোয় শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৩৮ রান তুলেছিল স্কোরবোর্ডে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১২৪ রানে গুটিয়ে যায়। এরপর শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ২৭৫ তুলে ডিক্লেয়র করে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে হারাতে দক্ষিণ আফ্রিকার টার্গেট ছিল ৪৯০। প্রোটিয়াদের হয়ে থিউনিস ডি ব্রুইন ১০১ রানের দুরন্ত ইনিংস খেলেও হার আটকাতে পারেননি। ব্রুইনের ইনিংস এদিন ম্লান হয়ে যায় রঙ্গনা হেরাথের ছ’উইকেটের সামনে। শেষ পর্যন্ত ২৯০ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আগামী ২৯ জুলাই ডাম্বুলায় প্রথম ওয়ান ডে ম্য়াচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা।