প্রথম দুই ম্যাচে ভারত টস জিতলেও শেষ ম্যাচে টসে জিতল শ্রীলঙ্কা। অধিনায়ক মালিঙ্গা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন। এর অর্থ রান চেজ করেই ভারতের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাতে চায় শ্রীলঙ্কা।
এদিকে, প্রথম একাদশে তিনটে পরিবর্তন ঘটিয়ে খেলতে নামছে ভারত। বাদ পড়লেন ঋষভ পন্থ, কুলদীপ যাদব এবং শিবম দুবে। দলে ঢুকলেন সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল এবং মণীশ পাণ্ডে। শ্রীলঙ্কার একাদশে এলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
3rd T20I. India XI: KL Rahul, S Dhawan, V Kohli, S Iyer, M Pandey, S Samson, W Sundar, S Thakur, Y Chahal, J Bumrah, N Saini https://t.co/AVxq9gsEuY #IndvSL @Paytm
— BCCI (@BCCI) 10 January 2020
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্ম অব্যাহত রাখতে চায় ভারত। গুয়াহাটিতে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম টি২০ ম্যাচ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে দিয়েছে ভারত। ব্যাটে দারুণ ছন্দ ধরে রেখেছেন কোহলি। পাশাপাশি টপ অর্ডারে রান পেয়েছেন লোকেশ রাহুল, ধাওয়ান, শ্রেয়স আইয়াররাও।
আরও পড়ুন সৌরভকে নিয়ে ‘ব্যঙ্গ’ শচীনের, ফাঁস হল দাদার ‘কীর্তি’
এমন অবস্থায় পুণেতে সিরিজ দখলের লড়াইয়ে নামছে বিরাট কোহলি বাহিনী। শুক্রবার। অন্যদিকে, শ্রীলঙ্কা সিরিজে সমতা ফিরিয়ে আনতে মরিয়া। ইতিহাস স্বস্তিতে রাখছে শ্রীলঙ্কাকেই। শেষ ১০বারের সাক্ষাৎ-এ একবারই ভারত হেরেছে লঙ্কান ক্রিকেটারদের বিরুদ্ধে। এই পুণেতেই ২০১৭ সালে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।
আবহাওয়া- পুণেতে সিরিজ নির্ণায়ক ম্যাচে আবহাওয়া ক্রিকেট সমর্থকদের কাছে স্বস্তির। গুয়াহাটিতে বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ার পরে ইন্দোরে নির্বিঘ্নে খেলা হয়েছিল দ্বিতীয় টি২০তে। পুণেতেও আকাশ পরিষ্কার থাকছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, ঝকঝকে মেঘমুক্ত আকাশে খেলা হবে। বৃষ্টির ন্যূনতম আশঙ্কাও নেই। পাশাপাশি জানানো হয়েছে, শিশিরও ম্যাচে প্রভাব ফেলবে না। এর অর্থ, স্পিনারদের বল গ্রিপ করতে সুবিধা হবে।
আরও পড়ুন সুখবর সৌরভের পরিবারে! দাদাও এবার ক্রিকেট কর্তা
পিচ রিপোর্ট- ঘটনা হল, ভারতীয় একাদশে স্ট্রোক প্লেয়ারের অভাব না থাকলেও পুণের পিচ পাটা নয়। বল পিচে পড়ে মসৃণভাবে মোটেও ব্যাটে আসবে না। কিছুটা মন্থর থাকবে পিচ। বোলারদের সহজে শাসন করা সম্ভব নয় এই পিচে। স্পিনাররা ম্যাচে পার্থক্য গড়ে দেবে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শেষবার ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল। সেই সময় ভারতের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
ভারত প্রথম একাদশ- কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, নভদীপ সাইনি