Advertisment

জানুয়ারির শুরুতেই শ্রীলঙ্কা আসছে ভারতে, কনফার্ম করল বোর্ড

আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা ভারতে এসে তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলবে। সেই সূচি ঘোষণা করে দেওয়া হল বিসিসিআইয়ের পক্ষ থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sri Lanka Cricket

শ্রীলঙ্কার ক্রিকেট দল (শ্রীলঙ্কান ক্রিকেট টুইটার)

অনেক টালবাহানার পরে পাকিস্তানে সফরে যেতে রাজি হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। যদিও প্রথমসারির দশ ক্রিকেটার থাকছেন না পাকিস্তানে। এর মধ্যেই বিসিসিআই ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, আগামী বছরের শুরুতে জানুয়ারিতেই শ্রীলঙ্কা আসছে ভারত সফরে। তবে টেস্ট কিংবা ওয়ান ডে নয়। শ্রীলঙ্কান ক্রিকেটাররা তিনটে টি২০ খেলবে ভারতে।

Advertisment

সেই সূচিও এদিন বোর্ডের তরফে ঘোষণা করে দিল। ৫ তারিখে গুয়াহাটিতে ভারত প্রথম টি২০ ম্যাচ খেলবে। দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ খেলা হবে যথাক্রমে ৭ ও ১০ তারিখে। শেষ দুই ম্যাচের ভেন্যু ইন্দোর ও পুনে।

আরও পড়ুন পাকিস্তানে শ্রীলঙ্কা দলে জঙ্গি হামলার আশঙ্কা, জানাল দ্বীপরাষ্ট্রের বোর্ড

ভারতীয় প্ররোচনা নয়, পাক মন্ত্রীর দাবি ওড়ালেন শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী

INDvsSL fixture ভারত-শ্রীলঙ্কা টি ২০ সিরিজের সূচি

আসলে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার কথা ছিল জিম্বাবোয়ের। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত নিষিদ্ধ জিম্বাবোয়ে। জুলাই মাসে লন্ডনে আইসিসি-র বার্ষিক কনফারেন্সে এই ঘোষণা করা হয়েছে। আইসিসি-র সদস্যপদ খারিজ করে দেওয়ার পরে শ্রীলঙ্কা বনাম জিম্বাবোয়ে সিরিজও বাতিল গণ্য করা হয়েছে। সেই সিরিজের বিকল্প হিসেবেই ভারত নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বিশ্বকাপ আগামী বছরেই। তার আগে ভারত যত বেশি সম্ভব টি২০ ম্যাচ খেলতে চাইছে। জিম্বাবোয়ের অনুপস্থিতিতে তাই পড়শি দেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজকে ক্রিকেট মহল বিশ্বকাপের মহড়া হিসেবেই দেখছে।

Read the full story in ENGLISH

cricket BCCI Sri Lanka
Advertisment