Advertisment

Sri Lanka trolls Bangladesh: 'পাড়ার ম্যাচ' খেলল শ্রীলঙ্কা! বাংলাদেশকে উপহাস করে ফের টাইগারদের কাঁদালেন ম্যাথিউসরা

Sri Lanka mocks Bangladesh: অসম্ভব ৫১১ রানের টার্গেট চেজ করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ৩১৮ রানে। পঞ্চম দিন সকালের সেশনে অলআউট হয়ে যাওয়ার আগে মুমিনুল হক (৫০) এবং মেহেদি হাসান মিরাজ (৮১ নটআউট) হাফসেঞ্চুরি করে যান আয়োজক দেশের হয়।

author-image
Subhasish Hazra
New Update
Bangladesh

ট্রফি নিয়ে অনুশীলন কিটে বাংলাদেশের খেলোয়াড়রা। (এসএলসি)

Bangladesh vs Sri Lanka Test series: চলতি সপ্তাহের শুরুতেই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কা টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। তবে জয়ের পর শ্রীলঙ্কা আলোচনায় উঠে এসেছে অনাড়ম্বর উদযাপনের জন্য। কোনও বাড়তি উচ্ছ্বাস নেই। এমনকি অনুশীলন কিট পরে ট্রফি নিতে মাঠে হাজির হলেন মেন্ডিস, ম্যাথিউসরা।

Advertisment

আম্পায়ার রিচার্ড কেটেলবরো এই ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রীতিমত উপহাস করেছেন বাংলাদেশকে। বলে দিয়েছেন, "শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছে। শ্রীলঙ্কা নিজেদের অনুশীলন কিট পরে জার্সি সংগ্রহ করতে হাজির হল। আসলে ওঁরা গোটা বিশ্বকে বলতে চেয়েছে, দুটো অনুশীলন ম্যাচ খেলেছে ওঁরা বাংলাদেশের বিপক্ষে।"

অসম্ভব ৫১১ রানের টার্গেট চেজ করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ৩১৮ রানে। পঞ্চম দিন সকালের সেশনে অলআউট হয়ে যাওয়ার আগে মুমিনুল হক (৫০) এবং মেহেদি হাসান মিরাজ (৮১ নটআউট) হাফসেঞ্চুরি করে যান আয়োজক দেশের হয়।

সিলেটে প্রথম টেস্ট শ্রীলঙ্কা জিতেছিল ৩২৮ রানে। দ্বিতীয় টেস্টে লঙ্কানদের জয় আসে বিশাল ব্যবধানে। প্ৰথম ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটারদের ছয়জনই হাফসেঞ্চুরি হাঁকিয়ে যান। শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে তুলতে সমর্থ হয় মাত্র ১৭৮-এ। লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ১৫৭/৭-এ ডিক্লেয়ার করে দেয়।

শ্রীলঙ্কা ক্যাপ্টেন ধনঞ্জয় ডিসিলভা বলেন, "প্ৰথম টেস্টে রান না পাওয়ায় ব্যাটাররা হতাশ ছিল। তবে চট্টগ্রামে যে আমরা রান পাব, সেই বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম। পিচে খুব বেশি স্পিন হচ্ছিল না। তাই আমরা উইকেট তোলার জন্য রিভার্স সুইংয়ের ওপর ভরসা রাখছিলাম। পেসাররা দারুণ করেছে।"

ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা

তার আগে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের তারকা মুশফিকুর রহিম একহাত নিয়েছিলেন এঞ্জেলো ম্যাথিউসকে। সিরিজে ২-১'এ জয়ের পর মুশফিকুর রহিম ট্রফি সংগ্রহ করার সময় নিজের হেলমেট খুলে টাইম-আউট সেলিব্রেশন করেন। ম্যাথিউসকে ব্যঙ্গ করে। নাগিন ড্যান্স সেলিব্রেশনের পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক বেশ তিক্ত। বিশ্বকাপের টাইম আউট সেলিব্রেশন তাতে নতুন মাত্রা যোগ করেছিল।

Bangladesh Sri Lanka Bangladesh Cricket Sri Lanka Cricket Team Bangladesh Cricket Team
Advertisment