/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/sri-lanka.jpg)
১২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ছেদ টানলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান লাহিরু থিরিমানে। অবসর ঘোষণা করলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ৩৩ বছরের শ্রীলঙ্কান তারকা ৪৪ টেস্ট সহ ১২৭টি ওয়ানডে ক্রিকেট খেলেছেন জাতীয় দলের জার্সিতে। ২০১০ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর টি২০ খেলেছেন ২৬টি।
তিনটে টি২০ ওয়ার্ল্ড কাপে অংশ নিয়েছেন তারকা। ২০১৪-এ চ্যাম্পিয়নও হয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও খেলেছেন থিরিমানে। পাঁচটা ওয়ানডেতে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।
ফেসবুকে লঙ্কান তারকা লিখেছেন, "ক্রিকেটার হিসেবে নিজের সেরাটা দিয়েছি। সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। খেলাকে সবসময় সম্মান জানিয়েছি। দেশের জন্য সততার সঙ্গে নিজের কর্তব্য পালন করেছি। অবসরের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। তবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই সিদ্ধান্তের পিছনে কী কারণ, সেই অপ্রত্যাশিত বহু ব্যাখ্যায় আর যাচ্ছি না। সমর্থন এবং উৎসাহ জোগানোর জন্য শ্রীলঙ্কান ক্রিকেটের সমস্ত সদস্য, কোচ, সতীর্থ, ফিজিও, ট্রেনার, এনালিস্টদের ধন্যবাদ জানাতে চাই।"
গত বছর মার্চে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। বেঙ্গালুরু টেস্টে খেলেন ভারতের বিপক্ষে। নিজের সেরা সময়ে শ্রীলঙ্কান ক্রিকেটের অন্যতম সেরা অস্ত্র ছিলেন। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। ৩১৯৪ রান করেছেন ১০৬ ইনিংসে। ব্যাটিং গড় ৩৪.৭১। চারটে সেঞ্চুরির পাশাপাশি ২৪টি হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, "জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারা দারুণ সম্মানের বিষয়। ১৩ বছর ধরে ক্রিকেটীয় যাত্রাপথে শুভেচ্ছা এবং অসাধারণ স্মৃতির জন্য ধন্যবাদ।"
Read the full article in ENGLISH