Advertisment

বিষণ্ণ হৃদয়ে দেশে ফিরছেন মালিঙ্গা

আর ঘণ্টাখানেক পরেই মাশরাফি মোর্তাজার বাংলাদেশ নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। মঙ্গলবার অর্থাৎ আজ এই ম্যাচে ফেভারিট বাংলাদেশই। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে খেলতে নামবেন দ্বীপরাষ্ট্রের এক নম্বর পেসার লসিথ মালিঙ্গা। কিন্তু এই ম্যাচ খেলেই দেশে ফিরবেন তিনি

author-image
IE Bangla Web Desk
New Update
Sri Lanka’s Lasith Malinga to leave for home after Bangladesh game

বিষণ্ণ হৃদয়ে দেশে ফিরছেন মালিঙ্গা

আর ঘণ্টাখানেক পরেই মাশরাফি মোর্তাজার বাংলাদেশ নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। মঙ্গলবার অর্থাৎ আজ এই ম্যাচে ফেভারিট বাংলাদেশই। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে খেলতে নামবেন দ্বীপরাষ্ট্রের এক নম্বর পেসার লসিথ মালিঙ্গা। কিন্তু এই ম্যাচ খেলেই দেশে ফিরবেন তিনি।

Advertisment

মালিঙ্গার মন ভাল নেই। তাঁর শাশুড়ি প্রয়াত হয়েছেন। পরিবারের পাশে থাকতেই লন্ডন থেকে কলম্বোর বিমান ধরবেন টো-ক্রাশার।আশা করা হচ্ছে মালিঙ্গা শ্রীলঙ্কার পরের ম্য়াচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। ১৫ জুন অজিদের বিরুদ্ধে পাওয়া যাবে তাঁকে। শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে টুইট করেই এই বার্তা জানানো হয়েছে।

আরও পড়ুন: মালিঙ্গার থেকে স্লোয়ার বলের মুন্সিয়ানা শিখলেন স্টোইনিস

চলতি বিশ্বকাপে সাউদ্য়াম্পটনের রোজ বোল ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। পাঁচ উইকেটেই হারতে হয়েছিল দ্বীপরাষ্ট্রের দেশটিকে। এই ম্য়াচের পর দেখা যায় ম্যাচের পর দেখা যায় যে, অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের বোলিং কোচ হিসেবে তাঁকে বেশ কিছু পরামর্শ দিচ্ছিলেন শ্রীলঙ্কার স্টার মালিঙ্গা। সদ্যসমাপ্ত আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন মালিঙ্গা। মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ বলে আইপিএল ট্রফি জেতানোয় সবচেয়ে বড় অবদান ছিল এই স্লিঙ্গার

Sri Lanka Cricket World Cup
Advertisment