বড় আপডেট কলকাতা থেকে। ইডেন গার্ডেন্সের কে ব্লক থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। সাত সকালে দেহ উদ্ধারের পর চাঞ্চল্য শুরু হয়। তারপরেই মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আসে। জানা যায়, মৃত ব্যক্তি স্টেডিয়ামের এক কর্মী গণেশ চন্দ্র-এর পুত্র ধনঞ্জয় বারিক। বয়স ২১ বছর।
কে গ্যালারির আপার টায়ার থেকে তাঁর ঝুলন্ত দেহ প্রথমে চাক্ষুস করেন মাঠের এক কেয়ারটেকার।
একাধিক প্রচারমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সকাল সাতটায় দেহ উদ্ধারের পর কলকাতা পুলিশকে খবর দেওয়া হয়। সঙ্গেসঙ্গেই স্থানীয় ময়দান থানার পুলিশ ছুটে আসে ইডেনে। দেহ পাঠিয়ে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। ময়নাতদন্তের জন্য।
অস্বাভাবিক মৃত্যুর এক অভিযোগ দায়ের হয়েছে ময়দান থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। সংবাদসংস্থাকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "মৃত ব্যক্তি সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন। কারণ ইডেনে তাঁর চাকরির কোনও সুরাহা হচ্ছিল না। তাঁর বাবা-কাকার মত। পুরো বিষয়টি স্রেফ আত্মহত্যা নাকি অন্য কিছু সেটা আমরা তদন্ত করে দেখছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"
জানা যাচ্ছে মৃত যুবক বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। এমনকি তাঁর অন্তর্ধানের পর পরিবারের তরফে নিখোঁজের মামলাও দায়ের করা হয়েছে। মৃত ধনঞ্জয় বাবা-কাকার সঙ্গেই ইডেনের স্টাফ রুমে থাকতেন।