/indian-express-bangla/media/media_files/2025/02/16/ZPKM0pimvacpGPQxVbEH.jpg)
Yashasvi Jaiswal: যশস্বী জয়সওয়াল। (ফাইল ছবি)
Opener Yashasvi Jaiswal: গোড়ালির চোটের জন্য রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলতে পারবেন না তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল। সোমবার থেকে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ভিসিএ) স্টেডিয়ামে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বিদর্ভের মুখোমুখি হবে মুম্বই। মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে ওপেনিং ব্যাটসম্যান তাঁর গোড়ালিতে চোট পেয়েছেন। সেই কারণে তিনি সেমিফাইনালে খেলতে পারবেন না।
এই প্রসঙ্গে রাহানে বলেন, 'আমরা জানতে পেরেছি যে, জয়সওয়ালকে পাওয়া যাবে না। ব্যাপারটা জানার পর আমরা রীতিমতো অবাক। যাই হোক, দলগতভাবে আমরা তৈরি। এখন চাই, যাঁরা খেলছে, তাঁরাই নিজের সেরাটা দিক।' ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে যশস্বীকে রিজার্ভে রাখা হয়েছে। একথা জানার পরই তাঁকে রঞ্জি ট্রফির সেমিফাইনালে দলে রেখেছিল মুম্বই।
𝗧𝗵𝗲 𝗳𝗶𝗿𝘀𝘁 𝘁𝗶𝗺𝗲 𝘄𝗮𝘀 𝘀𝗼 𝗻𝗶𝗰𝗲 𝗵𝗲 𝗷𝘂𝘀𝘁 𝗵𝗮𝗱 𝘁𝗼 𝗱𝗼 𝗶𝘁 𝘁𝘄𝗶𝗰𝗲 😎#YashasviJaiswal notches up his 2nd 2️⃣0️⃣0️⃣ in the #IDFCFirstBankTestSeries 🤩#INDvENG#BazBowled#JioCinemaSportspic.twitter.com/ObS0J0pF6j
— JioCinema (@JioCinema) February 18, 2024
আপাতত তাঁর চোটের আরও মূল্যায়ন করা হবে। চিকিৎসার জন্য যশস্বী বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যাবেন। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। যশস্বী রিজার্ভে থাকলেও চোট থাকায় তাঁকে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না বলেই মনে করছে টিম ইন্ডিয়া।
At the age of 22, #YashasviJaiswal dominated Mitchell Starc, Pat Cummins and Josh Hazlewood in their preferred conditions, in their own backyard.
— Madhav Sharma (@HashTagCricket) November 24, 2024
What a player! #INDvAUS
pic.twitter.com/Fh5HSDOHxm
এমাসের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। তিনি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে ছিলেন। কিন্তু, পরে নির্বাচকরা ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত খেলা, স্পিনার বরুণ চক্রবর্তীকে যশস্বীর বদলে বেছে নেওয়ায় মুম্বইয়ের ওপেনারকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।
আরও পড়ুন- ভারতীয় বোলিংয়ে দুর্বলতা রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মুখ খুললেন আকাশ চোপড়া
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে যশস্বী ২২ বলে ১৫ রান করেছিলেন। পরবর্তী দুটি ম্যাচে অবশ্য তিনি দল থেকে বাদ পড়েন। এরপরই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে থাকা এই তারকা ক্রিকেটারকে মঙ্গলবার শিবম দুবে ও মহম্মদ সিরাজের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির নন-ট্রাভেলিং সাবস্টিটিউটের তালিকায় রাখা হয়। যার অর্থ, তাঁরা প্রয়োজনে ভারতের হয়ে ম্যাচ খেলতে দুবাই যাবেন।