Advertisment

করোনা আক্রান্ত মৌমা-প্রাপ্তিদের কোচ জয়ন্ত পুশিলাল! সাহায্যের হাত বাড়ালেন ক্রীড়ামন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি রয়েছেন প্রখ্যাত টেবিল টেনিস কোচ জয়ন্ত পুশিলাল।

author-image
Subhasish Hazra
New Update
NULL

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে বাংলার ক্রীড়ামহলে। কোভিড সংক্রান্ত জটিলতা নিয়ে কিডনি সমস্যায় কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন কিংবদন্তি সুভাষ ভৌমিক। তারপরে ময়দানের অন্য এক কিংবদন্তি সুরজিৎ সেনগুপ্তও বাইপাসের ধারে হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisment

এর মধ্যেই খারাপ খবর আছড়ে পড়ল টেবিল টেনিস দুনিয়াতেও। অরূপ বিশ্বাস, কিশলয় বিশ্বাস, মৌমা দাস, প্রাপ্তি সেন সহ একাধিক টেবিল টেনিস তারকা যাঁকে গুরু সম্মান দেন সেই জয়ন্ত পুশিলাল করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বাইপাসের ধারে এপোলো-তে।

আরও পড়ুন: ডার্বিতে মনে হয় না ইস্টবেঙ্গল পারবে! মহাযুদ্ধের আগেই ভবিষ্যৎবাণী মানোলোর

প্রখ্যাত টেবিল টেনিস কোচের অসুস্থতায় উদ্বিগ্ন ক্রীড়ামহল। তাঁর অসুস্থতার খবর সামনে আসার পরই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়া হয়েছে বিখ্যাত কোচের যাবতীয় চিকিৎসার দায়িত্ব বহন করবে রাজ্য সরকার।

রাজ্যের স্পোর্টস কাউন্সিলের অন্যতম সদস্য শান্তিরঞ্জন দাশগুপ্ত ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন, "জয়ন্তবাবু এখনও বিপন্মুক্ত নন। করোনা আক্রান্ত হলেও কোমর্বিডিটি রয়েছে ওঁর। আজ ডায়ালিসিস হয়েছে। তাতে প্রাথমিকভাবে সাড়াও দিয়েছেন। তবে ওঁর উচ্চরক্তচাপের সঙ্গে ডায়াবেটিসের সমস্যা রয়েছে। ফুসফুসেও হালকা সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে অন্যান্য জটিলতা দেখা দিয়েছে।"

আরও পড়ুন: ডার্বির আগেই মহা-চমক! CFL-এর সেরা স্ট্রাইকারকে সই করাল ইস্টবেঙ্গল

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের তরফে জয়ন্তবাবুকে দেখে যান চিকিৎসক যোগীরাজ রায়। উনি পুরো ঘটনার রিপোর্ট দিয়েছেন মন্ত্রীকে। তারপরেই মন্ত্রী সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এপোলো-তে বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালকে জানিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার পুরো খরচ বহন করবে রাজ্য সরকার।

শান্তিরঞ্জন দাশগুপ্তের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর একান্ত আলোচনা হয়েছে। সেখানে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তাকে মন্ত্রী জানিয়েছেন, ক্রীড়ামহলের যে কারোর শারীরিক অসুস্থতায় যেন তৎক্ষণাৎ ক্রীড়া দফতরকে জানানো হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে শান্তিবাবু বলছিলেন, "ক্রীড়া মহলের কেউ যাতে অসহায়তা বোধ না করেন, সেই জন্যই রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগ। কারোর শারীরিক অসুস্থতায় স্পোর্টস কাউন্সিল যেন ক্রীড়ামন্ত্রীকে অবহিত করেন, তা-ও জানানো হয়েছে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

COVID-19 West Bengal Government Arup Biswas Sports News Omicron
Advertisment