Advertisment

CWG 2018: ৬৬টি পদক ভারতের, দেখে নেওয়া যাক রাজ্যভিত্তিক পারফরম্যান্স

প্রথমেই আসবে হরিয়ানার নাম। ৬৬টি পদকের মধ্যে ২২টি পদক এসেছে এই  রাজ্য থেকেই। ৯টি সোনা, ৬টি রুপো ও ৭টি ব্রোঞ্জ এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
State wise India’s medal tally at commonwealth games 2018

CWG 2018: ৬৬টি পদক ভারতের, দেখে নেওয়া যাক রাজ্যভিত্তিক পারফরম্যান্স

২৪ ঘণ্টা আগেই শেষ হয়েছে ২১তম কমনওয়েলথের আসর। গোল্ড কোস্ট থেকে এবার দেশে ফেরার পালা ভারতীয়দের। ক্যাঙারুদের দেশ থেকে ২৬টি সোনা, ২০টি রুপো ও  ২০টি ব্রোঞ্জ মিলিয়ে ৬৬টি পদক এসেছে দেশের।অস্ট্রেলিয়া (১৯৮টি পদক-৭৯টি সোনা, ৫৯টি রুপো ও ৬০টি ব্রোঞ্জ), ও ইংল্যান্ডের পর (১৩৬টি পদক-৪৫টি সোনা, ৪৫টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ) পদক তালিকায় তিনে শেষ করেছে ভারত। ৬৬টি পদকের মধ্যে থেকে বক্সিং ও ভারোত্তোলোন থেকে ভারতের ৯টি করে পদক এসেছে। ১২টি পদক এসেছে কুস্তি থেকে। টেবিল টেনিস থেকে ভারতের প্রাপ্তি ৮টি। ব্যাডমিন্টন থেকে ৬টি, অ্যাথলেটিক্স থেকে ৩টি , স্কোয়াশ থেকে ২টি, পাওযারলিফটিং থেকে ১টি ও শ্যুটিং থেকে ১৬টি।

Advertisment

এবার দেখে নেওয়া যাক ভারতের কোন কোন রাজ্য থেকে কটি করে পদক এসেছে-

প্রথমেই আসবে হরিয়ানার নাম। ৬৬টি পদকের মধ্যে ২২টি পদক এসেছে এই  রাজ্য থেকেই। ৯টি সোনা, ৬টি রুপো ও ৭টি ব্রোঞ্জ এসেছে। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। ৫টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে ৮টি পদক এসেছে এখান থেকে। তিনে তামিলনাড়ু। ১১টি পদক দিয়েছে তারা দেশকে। ৪টি সোনা, ৫টি রুপো ও ২টি ব্রোঞ্জ রয়েছে এর মধ্যে। চারে তেলেঙ্গানা। ৭টি পদক এসেছে এখান থেকে। ৪টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ এসেছে। পাঁচে অন্ধ্রপ্রদেশ। ৪টি সোনা, ২টি রুপো নিয়ে ৬টি পদক দিয়েছে এই রাজ্য। ছয়ে দিল্লি। ৩টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ নিয়ে ৬টি পদক এসেছে। সাতে মণিপুর। এখান থেকেই ৩টি সোনাই এসেছে। আটে পশ্চিমবঙ্গ। ২টি সোনা, ৩টি রুপো সমেত মোট পাঁচটি পদক এসেছে এই রাজ্য়ে। ন নম্বরে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব। ২টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ নিয়ে দুই রাজ্য থেকে ৫টি করে ১০টি পদক এসেছে । ১১ নম্বরে কর্নাটক। সোনা-রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ৩টি পদক দিয়েছে এই রাজ্য। ১২ নম্বরে গুজরাত। ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ নিয়ে মোট ২টি পদক এসেছে। ১৩ নম্বরে থাকা বিহার ও কেরল থেকে একটি করে ব্রোঞ্জ নিয়ে দুটি পদক এসেছে। ১৫ নম্বরে রয়েছে চণ্ডীগড়। এখান থেকেও এসেছে ১টি ব্রোঞ্জ।১৬ নম্বরে থাকা রাজস্থান থেকে এসেছে ৩টি ব্রোঞ্জ।

State wise India’s medal tally at commonwealth games 2018 CWG 2018: ৬৬টি পদক ভারতের, দেখে নেওয়া যাক রাজ্যভিত্তিক পারফরম্যান্স

পদক তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে যে, কুস্তি ও বক্সিংয়ে দাপট দেখিয়েছে হরিয়ানা। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মাত করেছে ব্যাডমিন্টন কোর্টে। মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর ও ওড়িশার সঙ্গে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড থেকে কোনও পদকই পাওয়া যায়নি।

CWG 2018
Advertisment