২৪ ঘণ্টা আগেই শেষ হয়েছে ২১তম কমনওয়েলথের আসর। গোল্ড কোস্ট থেকে এবার দেশে ফেরার পালা ভারতীয়দের। ক্যাঙারুদের দেশ থেকে ২৬টি সোনা, ২০টি রুপো ও ২০টি ব্রোঞ্জ মিলিয়ে ৬৬টি পদক এসেছে দেশের।অস্ট্রেলিয়া (১৯৮টি পদক-৭৯টি সোনা, ৫৯টি রুপো ও ৬০টি ব্রোঞ্জ), ও ইংল্যান্ডের পর (১৩৬টি পদক-৪৫টি সোনা, ৪৫টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ) পদক তালিকায় তিনে শেষ করেছে ভারত। ৬৬টি পদকের মধ্যে থেকে বক্সিং ও ভারোত্তোলোন থেকে ভারতের ৯টি করে পদক এসেছে। ১২টি পদক এসেছে কুস্তি থেকে। টেবিল টেনিস থেকে ভারতের প্রাপ্তি ৮টি। ব্যাডমিন্টন থেকে ৬টি, অ্যাথলেটিক্স থেকে ৩টি , স্কোয়াশ থেকে ২টি, পাওযারলিফটিং থেকে ১টি ও শ্যুটিং থেকে ১৬টি।
এবার দেখে নেওয়া যাক ভারতের কোন কোন রাজ্য থেকে কটি করে পদক এসেছে-
প্রথমেই আসবে হরিয়ানার নাম। ৬৬টি পদকের মধ্যে ২২টি পদক এসেছে এই রাজ্য থেকেই। ৯টি সোনা, ৬টি রুপো ও ৭টি ব্রোঞ্জ এসেছে। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। ৫টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে ৮টি পদক এসেছে এখান থেকে। তিনে তামিলনাড়ু। ১১টি পদক দিয়েছে তারা দেশকে। ৪টি সোনা, ৫টি রুপো ও ২টি ব্রোঞ্জ রয়েছে এর মধ্যে। চারে তেলেঙ্গানা। ৭টি পদক এসেছে এখান থেকে। ৪টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ এসেছে। পাঁচে অন্ধ্রপ্রদেশ। ৪টি সোনা, ২টি রুপো নিয়ে ৬টি পদক দিয়েছে এই রাজ্য। ছয়ে দিল্লি। ৩টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ নিয়ে ৬টি পদক এসেছে। সাতে মণিপুর। এখান থেকেই ৩টি সোনাই এসেছে। আটে পশ্চিমবঙ্গ। ২টি সোনা, ৩টি রুপো সমেত মোট পাঁচটি পদক এসেছে এই রাজ্য়ে। ন নম্বরে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব। ২টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ নিয়ে দুই রাজ্য থেকে ৫টি করে ১০টি পদক এসেছে । ১১ নম্বরে কর্নাটক। সোনা-রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ৩টি পদক দিয়েছে এই রাজ্য। ১২ নম্বরে গুজরাত। ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ নিয়ে মোট ২টি পদক এসেছে। ১৩ নম্বরে থাকা বিহার ও কেরল থেকে একটি করে ব্রোঞ্জ নিয়ে দুটি পদক এসেছে। ১৫ নম্বরে রয়েছে চণ্ডীগড়। এখান থেকেও এসেছে ১টি ব্রোঞ্জ।১৬ নম্বরে থাকা রাজস্থান থেকে এসেছে ৩টি ব্রোঞ্জ।
CWG 2018: ৬৬টি পদক ভারতের, দেখে নেওয়া যাক রাজ্যভিত্তিক পারফরম্যান্স
পদক তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে যে, কুস্তি ও বক্সিংয়ে দাপট দেখিয়েছে হরিয়ানা। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মাত করেছে ব্যাডমিন্টন কোর্টে। মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর ও ওড়িশার সঙ্গে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড থেকে কোনও পদকই পাওয়া যায়নি।