বছর বারো কেটে গিয়েছে। এতদিন পর আম্পায়ার স্টিভ বাকনর স্বীকার করে নিলেন, সিডনি টেস্টে দুটো ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। যে কারণে ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যায়। সেই ম্যাচেই কুখ্যাত 'মাঙ্কি গেট' কাণ্ড ঘটেছিল। তবে স্টিভ বাকনর এখনো সেই টেস্ট স্মরণে রেখেছেন তাঁর ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য।
মিড ডে-র সঙ্গে সাক্ষাৎকরে বাকনর জানিয়েছেন, "২০০৮ এর সিডনি টেস্টে দুটো ভুল করেছিলাম। এর মধ্যে প্রথম ভুল ভারত ভালো পজিশন থাকার সময়। সেই ভুলের জন্য একজন অস্ট্রেলীয় শতরান করে যায়। আর দ্বিতীয় ভুলের জন্য ভারত পঞ্চম দিনে হেরে বসে। পাঁচদিনে দুটো ভুল করেছিলাম। তবে আমিই প্রথম আম্পায়ার যে একই টেস্টে দুটো ভুল করেছিল? তবুও আজও সেই ঘটনা আমাকে তাড়া করে বেড়ায়।"
সেই সময় কোনো ডিআরএস ছিল না। ইশান্ত শর্মার বলে খোঁচা দিয়েছিলেন সাইমন্ডস। আবেদনে কর্ণপাত করেননি বাকনর। দ্বিতীয় ভুল ছিল শেষ দিনে রাহুল দ্রাবিড়কে আউট দেওয়ার ক্ষেত্রে।
বাকনর বলছিলেন, "সবার জানা উচিত ভুল কেন হয়! কেউই দ্বিতীয়বার একই ভুল করতে চায় না। কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যে পিচ দিয়ে হাওয়া বয়ে যাওয়ার সময় শব্দ ঢেকে যায়। এটা আমি মোটেও অজুহাত দিচ্ছি না। ধারাভাষ্যকার স্ট্যাম্প মাইকে ব্যাটে বল লাগার শব্দ শুনতে পান, তবে আম্পায়াররা নিশ্চিত হতে পারেন না। এটা দর্শকরা বুঝবে না।"
আম্পায়ার হিসাবে এই ভুল করার পরেই পারথ টেস্ট থেকে সরিয়ে দেওয়া হয় ক্যারিবিয়ান আম্পায়ারকে। যাইহোক, বাকনর একজন কৃতী আম্পায়ার। নিজের কেরিয়ার নিয়ে তিনি বলেছিলেন, "১৯৯৯ বিশ্বকাপের আগে মাত্র চারটে টেস্ট এবং তিনটে ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছিলাম। সেই বিশ্বকাপে আমিই একমাত্র ক্যারিবীয় আম্পায়ার ছিলাম। তাই আমি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার জন্য উপযুক্ত কিনা, তা নিয়ে সংশয় ছিল আমার। আমাকে বলা হয়েছিল আমি ভালোই করছি। অধিনায়করাও আমার প্রশংসা করছিল। আমার পাখির চোখ ছিল সেমিফাইনালের জন্য সেরা ছয় আম্পায়ারের মধ্যে একজন হওয়া। রিজার্ভ আম্পায়ার হলেও। নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ খেলিয়েছিলাম অকল্যান্ডে। সেই ম্যাচের পরেই আমাকে বলা হয়েছিল, 'বাকনর তুমি বিশ্বকাপের ফাইনালে থাকছ।"
এরপর তিনি আরো জানিয়েছেন, "১৯৯৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনালের কথা মনে করতে পারি। আমি দিল্লিতে ছিলাম। অস্ট্রেলিয়া ১৫ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর আমি হোটেল ছেড়ে বেরিয়ে পড়ি। আমি লবি থেকে নেমে জ্যামাইকার টিকিট করে দিতে বলি। বাক্সপত্তর গুছিয়ে পরের দিন সকালেই ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলি। সেই রাতেই ওয়েস্ট ইন্ডিজ হেরে বসে। ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ার ব্যক্তিগতভাবে আমি দুঃখিত হই। তবে অন্যভাবে আমি খুশিও হই। ম্যাচ শেষ হতেই আমাকে জানানো হল, বাকনর প্ৰথম ফ্লাইটেই পাকিস্তানে ফাইনালে খেলাতে চলে যাও।"
১২৮ টি টেস্ট এবং ১৮১ টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করার পর বাকনর ২০০৯ সালে অবসর নেন।