Advertisment

সবার উপরে স্মিথ, সিংহাসনচ্যূত কোহলি

ফের সিংহাসনে স্টিভ স্মিথ। ফিরে পেলেন পুরনো সাম্রাজ্য়। বিরাট কোহলির থেকে টেস্টের এক নম্বর ব্য়াটসম্য়ানের গদিটা কেড়ে নিলেন প্রাক্তন অজি অধিনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
ICC Test Rankings: Virat Kohli remains om second spot as Steve Smith numero uno:

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: মগডালে স্মিথ, দুয়ে বিরাট

ফের সিংহাসনে স্টিভ স্মিথ। ফিরে পেলেন পুরনো সাম্রাজ্য়। বিরাট কোহলির থেকে টেস্টের এক নম্বর ব্য়াটসম্য়ানের গদিটা কেড়ে নিলেন প্রাক্তন অজি অধিনায়ক। এক পয়েন্টের ব্য়বধানে এক আর দুইয়ের ফারক গড়ে দিল। মঙ্গলবার আইসিসি যে, র‌্যাঙ্কিংয়ে তালিকা প্রকাশ করেছে সেখানে ৯০৪ পয়েন্ট নিয়ে মগডালে উঠলেন স্মিথ। তাঁকে জায়গা ছেড়ে দিলেন ভারত অধিনায়ক কোহলি। তাঁর সংগ্রহে ৯০৩ পয়েন্ট।

Advertisment

গত ১৯ অগাস্ট নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরে উঠে আসেন স্মিথ। এবার কিং কোহলিকে সিংহাসনচ্য়ূত করলেন স্মিথ। উইন্ডিজের বিরুদ্ধে সদ্য়সমাপ্ত টেস্ট সিরিজে বিরাটের ব্য়াট থেকে রানের দেখা পাওয়া যায়নি। ফলে নিজেকে একে রাখতে ব্য়র্থ হন তিনি।

 

অন্য়দিকে স্মিথ চলতি অ্য়াশেজ সিরিজে মহাকাব্য়িক উপাখ্য়ান লিখেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নির্বাসন কাটিয়ে বাইশ গজে ফের স্বমহিমায় ফিরে এসেছেন এই প্রজন্মের অন্য়তম সেরা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্য়াপ্টেন বুঝিয়ে দিয়েছেন কেন লাল বলের ক্রিকেটে তিনি নিজেই একটা প্রতিষ্ঠান।

আরও পড়ুন: ব্র্যাডম্য়ানের সঙ্গেই একমাত্র তুলনা চলতে পারে তাঁর, এমনটাই বলছে স্মিথের চমকপ্রদ পরিসংখ্য়ান

-->

বার্মিংহ্য়ামের এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টের শেষ চার দিনে দু’বার সেঞ্চুরি করেছেন স্মিথ। প্রথম ইনিংসে ১৪৪ ও দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। দ্বিতীয় টেস্টে চোট নিয়েও ৯২ রানের ইনিংস খেলেন স্মিথ। ২০১৫ থেকে ২০১৮-র অগাস্ট পর্যন্ত স্মিথ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে একেই ছিলেন। কিন্তু ২০১৮-র অগাস্টে কোহলি একে চলে আসেন। কারণ সেসময় স্মিথ নির্বাসিত হয়েছিলেন। প্রায় এক বছর পর কোহলি গদি হারালেন।

Steve Smith Virat Kohli ICC
Advertisment