/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/smith.jpg)
৭৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন স্মিথ, টেস্টে দ্রুততম সাত হাজার রানের মালিক তিনি (ছবি-টুইটার, আইসিসি)
এক-আধ বছরের নয়, ৭৩ বছরের পুরনো রেকর্ড ভাঙল স্টিভ স্মিথের ব্য়াটে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বিশ্বের এক নম্বর টেস্ট ব্য়াটসম্য়ান শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস লিখলেন।
বাইশ গজের দ্রুততম ব্য়াটসম্য়ান হিসাবে টেস্টে ৭০০০ রান পূর্ণ করলেন। পাকিস্তানের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই এই নয়া নজির স্মিথের। অস্ট্রেলিয়ার কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে এই মাইলস্টোন স্মিথের।
আরও পড়ুন-ক্লার্ক-স্মিথরা স্মরণ করলেন ফিল হিউজকে
The fastest to 7K - you're a star Steve Smith! ⭐#AUSvPAKpic.twitter.com/sU7uxN8vGR
— cricket.com.au (@cricketcomau) November 30, 2019
স্মিথ কেরিয়ারের ১২৬ তম ইনিংসে করলেন এই অনন্য় নজির। স্মিথ টপকে গেলেন ইংল্য়ান্ডের ওয়ালি হ্য়ামন্ডকে। ১৯৪৬ সালে তিনি ভারতের বিরুদ্ধে লন্ডনের ওভালে দ্রুততম ক্রিকেটার হিসাবে ৭০০০ রান করেছিলেন। সালটা ছিল ১৯৪৬। ৭৩ বছর পর স্মিথ সেই রেকর্ড করলেন।
সবচেয়ে কম ইনিংসে ৭০০০ রান করেছেন যাঁরা:
১) ১২৬ ইনিংস- স্টিভ স্মিথ
২) ১৩১ ইনিংস- ওয়ালি হ্য়ামন্ড
৩) ১৩৪ ইনিংস- বীরেন্দ্র শেহওয়াগ
৪) ১৩৬ ইনিংস- শচীন তেন্ডুলকর
৫) ১৩৮ ইনিংস- বিরাট কোহলি
৬) ১৩৮ ইনিংস- গ্য়ারি সোর্বাস
৭) ১৩৮ ইনিংস- কুমার সঙ্গকারা
Steve Smith goes past Don Bradman to become the 11th Australian player to reach 7000 Test runs ????
He is the quickest in the world to achieve the feat, in just 126 innings!#AUSvPAKpic.twitter.com/RY2yxw2b5h
— ICC (@ICC) November 30, 2019
স্মিথ এদিন কিংবদন্তি স্যার ডন ব্র্য়াডম্য়ানকেও টপকে গেলেন। ডন ৫২টি টেস্ট খেলে করেছিলেন ৬৯৯৬ রান। অস্ট্রেলিয়ার একাদশ তম ক্রিকেটার হিসাবে স্মিথ ৭০০০ টেস্ট রান পূর্ণ করলেন এদিন।
চলতি বছর দুরন্ত ফর্মে আছেন স্মিথ। অ্যাশেজে তাঁর ব্য়াট মহাকাব্য় লিখেছিল। সাত ইনিংস মিলিয়ে তাঁর ব্য়াট থেকে এসেছে ৭৭৪ রান। তাঁর গড় ১১০.৫৭। ওভালের শেষ ইনিংস বাদ দিয়ে স্মিথ একবারও ৫০-এর নিচে রান করেননি। তাঁর রান ছিল যথাক্রমে ১৪৪, ১৪২, ৯২, ৮০ ও ২৩।