Advertisment

টেস্টের আগেই নির্বাসিত ওয়ার্নার-স্মিথকে ডাকল অস্ট্রেলিয়া

আগামী বছর ২৯ মার্চের আগে স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের সার্ভিস পাচ্ছে না অস্ট্রেলিয়া। সেদেশের বোর্ড 'স্যান্ডপেপার গেট' ইস্যুতে তাদের প্রাক্তন ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের নির্বাসন বহাল রেখেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Warner and Smith

টেস্টের আগেই নির্বাসিত ওয়ার্নার-স্মিথকে ডাকল অস্ট্রেলিয়া (ছবি টুইটার)

আগামী বছর ২৯ মার্চের আগে স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের সার্ভিস পাচ্ছে না অস্ট্রেলিয়া। সেদেশের বোর্ড 'স্যান্ডপেপার গেট' ইস্যুতে তাদের প্রাক্তন ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের নির্বাসন বহাল রেখেছে। স্মিথ-ওয়ার্নারদের সাসপেনশন কমানোর আবেদন করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া তা সরাসরি নাকচ করে দিয়েছে। ফলে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে দেখা যাচ্ছে না সে দেশের দুই বিশ্বমানের ক্রিকেটারকে। কিন্তু স্মিথ-ওয়ার্নারের অদৃশ্য উপস্থিতি টের পাওয়া যাবে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে!

Advertisment

গত রবিবার সিডনিতে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচ ছিল। ম্যাচ শুরুর আগেই অস্ট্রেলিয়ার নেটে ব্যাট করতে দেখা গিয়েছিল ওয়ার্নারকে। আঁর তাঁকে বল করে নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন জোশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সরা। যাঁরা কোহলিদের বিরুদ্ধে সাদা জার্সিতে বল করবেন আর কয়েকদিন পরেই। ওয়ার্নার যখন দলের সঙ্গেই নেই তাহলে তিনি কেন অজি দলের সঙ্গে নেট সেশন করছেন? এই প্রশ্নটাই এসেছিল অনেকের মাথায়। শুধু ওয়ার্নারই নন, আগামী দিনে স্মিথকেও দেখা যেতে পারে যে, নেটে তিনি স্টার্কের বলে নক করছেন। এতে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন: স্মিথ-ওয়ার্নারদের সাজা বহাল রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া

এই মুহর্তে শুধু অস্ট্রেলিয়ার কাছেই নয়, সারা বিশ্বব্যাপী ত্রাসের সঞ্চার করেছেন বিরাট কোহলি। ভারতীয় দলের অধিনায়ক একা বদলে দিতে পারেন ম্যাচের রঙ। সিডনি দেখেছে যে, বিরাটের ব্যাট কী করতে পারে! তারওপর এই দলে রোহিত শর্মা আর শিখর ধাওয়ানের মতোও ক্রিকেটাররাও রয়েছেন। যাঁদের ভয়ঙ্কর বললেও কম বলা হয়। কোহলিদের ব্যাট কিভাবে থামানো যেতে পারে, তার উত্তর এই অনভিজ্ঞ অজি দলের কাছে নেই বললেই চলে। আর যাঁদের কাছে তাঁরা আপাতত এই দলের অঙ্গ নন। অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার ও ক্রিকেট অস্ট্রেলিয়া চাইছে টেস্ট শুরুর আগে স্মিথ-ওয়ার্নাররাই কামিন্স-হ্য়াজেলউডদের পাঠ দিক ঠিক কিভাবে বল করতে হবে বিরাটদের!

অজি সংবাদমাধ্যমের খবর যে, শুধু নেটেই নয়, ওয়ার্নার-স্মিথরা আমন্ত্রিত অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমেও। সোমবার সিডনি মর্নিং হেরাল্ড কথা বলেছিল স্টার্কের সঙ্গে। অজি স্পিডস্টার বললেন, “ওয়ার্নারকে  ফেস করাটা আমাদের কাছে টেস্ট প্রস্তুতির একটা দারুণ সুযোগ। নেটে স্মিথকে বল করতে পারলেও ভাল হবে। ও বিশ্বের অন্যতম সেরাদের একজন। ওর ভাবনাচিন্তাও আমাদের দিশা দেখাবে।”

Cricket Australia David Warner Steve Smith Virat Kohli
Advertisment