63 Not Out Forever: ২৭ নভেম্বর, ২০১৪। শুধু অস্ট্রেলিয়াই নয়, তারিখটা ভুলতে পারবে না ক্রিকেট বিশ্ব। বাইশ গজের অত্য়ন্ত ট্র্য়াজেডির দিন হয়েই লেখা থাকবে ক্রিকেট ইতিহাসে। মাত্র ২৫ বছর বয়সেই চলে গিয়েছিলেন অজি ওপেনিং ব্য়াটসম্য়ান ফিল হিউজ। এই মাঠই কেড়ে নিয়েছিল তাঁর প্রাণ।
সিডনিতে শেফিল্ড শিল্ডের ম্য়াচ চলছিল। সাউথ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউ সাউথ ওয়েলসের হয়ে ওপেন করতে নেমেছিলেন হিউজ। সিন অ্যাবটের 'ঘাতক' বাউন্সার এসে লেগেছিল তাঁর বাঁ কানের নিচে অরক্ষিত জায়গায়। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন হিউজ।
হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত্য়ুর সঙ্গে তাঁর পাঞ্জা শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত আর পারেননি হিউজ। অত্য়ন্ত প্রতিভাবান এক ওপেনার ব্য়াটসম্য়ানকে চিরতরে হারায় অস্ট্রেলিয়া। আজ হিউজের পঞ্চম মৃত্য়ুবার্ষিকী। তাঁকে স্মরণ করেছেন মাইকেল ক্লার্ক, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নাররা।
২০১৪-১৫ বর্ডার-গাভাস্কর ট্রফির ঠিক আগে আগেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে খেলার কথা ছিল হিউজের। তাঁর শেষকৃত্য়ে উপস্থিত ছিলেন বিরাট কোহলিরা। স্মিথ-ওয়ার্নার-ফিঞ্চরা নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি সেসময়। হিউজ জীবনের শেষ ম্য়াচে ৬৩ রানে অপরাজিত ছিলেন। এই কারণেই আজ তাঁর মৃত্য়ুবার্ষিকীতে #63NotOutForever হ্য়াশট্য়াগটি ব্য়বহার করা হচ্ছে।