এক সপ্তাহও হয়নি। টি২০ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে। ওয়ানডেরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংরেজরা। তবে সেই ইংল্যান্ডই এবার অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে দুরমুশ হল। টানা দুটো ম্যাচ হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হেরে বসলেন জস বাটলাররা। সিডনিতে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া জয় পেল ৭২ রানের বিশাল ব্যবধানে। জয়ের নায়ক স্টিভ স্মিথ। ৯৪ রান করে অজিদের জয়ের মঞ্চ প্রস্তুত করে দিলেন তারকা।
দুই দলই ক্যাপ্টেনদের বিশ্রাম দিয়েছিল। মঈন আলি ক্যাপ্টেন হয়েছিলেন জস বাটলারের জায়গায়। জস হ্যাজেলউড নেতৃত্ব দেন প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়ায়। অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করতে নেমেছিল। প্ৰথমেই দুই উইকেট হারিয়ে বসায় অজিদের হয়ে দলের হাল ধরেন মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথ।
আরও পড়ুন: ১৫০ কিমির আগুন-এক্সপ্রেসে ব্যাটারদের আতঙ্ক এই ভারতীয় তরুণ! নিলামে ঝড় উঠতে পারে এবারই
দুজনে ১০১ রানের পার্টনারশিপ গড়ে দলকে চালকের আসনে বসিয়ে দেন। আদিল রশিদ এই জুটিতে ভাঙন ধরান লাবুশানেকে ফিরিয়ে। স্মিথ প্ৰথমে শ্লথ গতিতে খেলছিলেন। হাফসেঞ্চুরি করতেই লাগিয়ে দেন ৭০ বল। তারপরেই রান তোলার গতি বাড়ান তিনি। স্মিথকে যোগ্য সহায়তা করেন মিচেল মার্শ (৫০)। কুরানকে স্কোয়ার লেগে ছক্কা হাঁকিয়ে নব্বইয়ের ঘরে পৌঁছন তিনি। তবে রশিদের বলে শীঘ্রই আউট হয়ে গিয়ে তিনি শতরান মিস করেন। রশিদ ৫৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
শুকনো খটখটে উইকেটে ২৮০ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ভয়াবহ সূচনা করেছিল। স্কোরবোর্ডে রান তোলার আগেই দুই ব্যাটসম্যানকে হারায়। জেসন রয়কে ফেরান মিচেল স্টার্ক। ঠিক তিন বল পরে তিনি দুর্ধর্ষ আউট সুইংগারে বোল্ড করে দেন প্ৰথম ম্যাচের সেঞ্চুরিয়ন দাভিদ মালানকে। চতুর্থ উইকেটে জেমস ভিন্স এবং স্যাম বিলিংস ১২২ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান।
আরও পড়ুন: দ্রাবিড়কে ঠুকেছিলেন শাস্ত্রী! পাল্টা মুখের মত জবাব দিয়ে দিলেন অশ্বিন, দেখুন ভিডিও
এই জুটিতে ভাঙন ধরান জস হ্যাজেলউড। আউট করেন জেমস ভিন্সকে। কিছুক্ষণ পরই স্যাম বিলিংস আউট হয়ে যাওয়ায় আরও চাপে পড়ে যায় ইংরেজরা। জাম্পাকে এগিয়ে এসে ছক্কা হাঁকাতে গিয়ে বিলিংস আউট হয়ে যান। এরপরে ইংল্যান্ডের ইনিংস বেশিক্ষণ টেকেনি। ২০৮ রানে অলআউট হয়ে যায়।
মেলবোর্নে নিয়মরক্ষার শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে মঙ্গলবার।