চোট সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার থেকেই এডিলেডের মাটিতে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। এর মধ্যেই খারাপ খবর অজি শিবিরে। ট্রেনিংয়ের মাঝে চোট পেয়ে মাঠ ছাড়লেন।একনম্বর অজি তারকা স্টিভ স্মিথ।
অজি শিবিরে একের পর এক চোট সমস্যা রয়েছে। ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেই একাধিক ক্রিকেটারকে পায়নি। কুঁচকির চোটে যেমন ডেভিড ওয়ার্নার টি২০ তো বটেই প্রথম টেস্টেও নামতে পারবেন না। মিচেল স্টার্ক খেলতে পারেননি পারিবারিক সমস্যায় জড়িয়ে। তিনি যদিও টেস্টে ফিরেছেন।
আরো পড়ুন: কোহলিকে বাদ পড়ার হাত থেকে বাঁচান ধোনি, টিম ইন্ডিয়ার বেনজির ঘটনা এল প্রকাশ্যে
টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আবার কনকাশনের শিকার হয়েছেন পুকভস্কি এবং ক্যামেরন গ্রিন। এরমধ্যেই মঙ্গলবার অজি শিবিরে দুঃসংবাদ। অনুশীলনে নামার ১০ মিনিট পরেই উঠে গেলেন স্মিথ।
ওডিআই সিরিজে তুখোড় ফর্মে ছিলেন। তবে টি২০-তে তারকা ব্যাটসম্যান প্রত্যাশা পূরণ করতে পারেননি। টেস্টে ফের একবার নিজেকে মেলে ধরার জন্য মুখিয়ে তিনি। ভারতের বিরুদ্ধে স্টিভ স্মিথ বরাবরই টেস্টে সেরা ফর্মে থাকেন।
যাইহোক, মঙ্গলবারের ঘটনা আলাদা। অস্ট্রেলীয় সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন স্মিথ। সেই সময়েই টিম ফিজিওর প্রয়োজন পড়ে স্মিথের জন্য। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, স্মিথ ওয়ার্ম আপ ১০ মিনিট ওয়ার্ম আপ করেন মঙ্গলবারের ট্রেনিং সেশনে। তবে তারপরেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি। জানা গিয়েছে পিঠের পেশিতে টান লেগেছে তাঁর। ফিজিওরা ডাক পড়ে এই কারণেই। যদিও অজি শিবিরের পক্ষ থেকে এই ঘটনা সরকারিভাবে কিছু জানানো হয়নি।
বুধবারই ফের একবার অনুশীলনে দেখা যাবে স্মিথকে। সেই অনুশীলনে তারকা ক্রিকেটারের প্রতি নজর থাকবে প্রত্যেকের। সেখানেও যদি চোটের সমস্যায় কাবু হন তিনি। তাহলে তা নিঃসন্দেহে চিন্তা বাড়াবে অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্টের।
কনকাশনের কারণে পুকভস্কি ছিটকে গিয়েছেন। ক্যামেরন গ্রিনের অংশগ্রহণ নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। জসপ্রীত বুমরার স্ট্রেট ড্রাইভ সরাসরি মাথায় লাগে গ্রিনের।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন