Advertisment

Yashasvi Jaiswal: গিল, রিঙ্কু নন, কোহলির পরে ভারতের আগামী সুপারস্টার এই তারকা! জানাল অস্ট্রেলিয়া

Team India next superstar Yashasvi Jaiswal: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বছরের শেষের দিকে হেভিওয়েট বর্ডার-গাভাসকার ট্রফিতে খেলতে নামবে ভারত। ভারতের লক্ষ্য টানা তিনবার অজি মুলুক থেকে টেস্ট সিরিজ জেতার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill, Rinku Singh, শুভমান গিল, রিঙ্কু সিং

টিম ইন্ডিয়ার দুই তরুণ তুর্কি শুভমান গিল, রিঙ্কু সিং (টুইটার)

Yashasvi Jaiswal: শুভমান গিল নয়! স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক অন্য এক ২২ বছর বয়সি স্টলওয়ার্টকে 'নেক্সট ইন্ডিয়া সুপারস্টার' হিসেবে বেছে নিচ্ছেন। শুধু স্মিথ বা স্টার্কই নন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্র্যাভিস হেড, নাথান লিয়ন, জশ হ্যাজলউড এবং অ্যালেক্স ক্যারিও সেই সুপারস্টারকেই পরবর্তী ভারতীয় সুপারস্টার বলে মেনে নিচ্ছেন।

Advertisment

বেশিরভাগ অজি তারকা যখন তাঁকে ভারতের পরবর্তী বড় সুপারস্টার হিসেবে বেছে নিয়েছেন, সেই সময় ২২ বছর বয়সি ভারতীয় ব্যাটারকে বিরাট খেতাব দিয়েছেন ট্র্যাভিস হেড ও জশ হ্যাজেলউড। ভারত এবং অস্ট্রেলিয়া একটি মহাকাব্যিক পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে বর্ডার-গাভাসকার ট্রফিতে মুখোমুখি হবে।

ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অসাধারণ খেলছে। ২০১৪-১৫ সফরের পর থেকে অস্ট্রেলিয়ার কাছে ভারত কোনও সিরিজ হারেনি। টিম ইন্ডিয়া ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে সিরিজ জিতেছিল এবং ২০২০-২১ সফরে টিম ইন্ডিয়ার সেই জয়ের সংখ্যা দ্বিগুণ করেছিল। ফলে এবার অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করার বিরল সুযোগ রয়েছে ভারতের।

যদিও রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের জন্য চ্যালেঞ্জটি আরও কঠিন হবে। কারণ, তারা অপেক্ষাকৃত নতুন চেহারার দল নিয়ে অস্ট্রেলিয়া যাবে। অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ভারতের প্রধান ভিত্তি ছিলেন। তবে, উভয়ই খারাপ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন। বর্ডার-গাভাসকার ট্রফিতে তাঁদের নেওয়ার সম্ভাবনা কম।

ভারত রোহিত শর্মা এবং বিরাট কোহলির অভিজ্ঞতার উপর নির্ভর করবে। তবে, তরুণদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুভমান গিল ও শীর্ষ ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল ভারতের অন্যতম চাবিকাঠি হিসেবে উঠে আসবেন। উভয় প্রতিভাবান তারকাই নিজেদের টেস্ট কেরিয়ারে দুর্দান্ত সূচনা করেছেন। শুভমান গিল ইতিমধ্যে ২৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। চারটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন।

অন্যদিকে, যশস্বী জয়সওয়াল মাত্র নয়টি টেস্ট খেলেছেন। তবে তাঁর নামে দুটি ডাবল সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের আগের সিরিজে তিনি অসাধারণ খেলেছিলেন এবং ৭০০ রান করেছিলেন। ব্লকবাস্টার সিরিজের আগে, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারতের পরবর্তী সুপারস্টার বেছে নিয়েছেন।

স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন এবং অ্যালেক্স কেরির মত অজি সুপারস্টাররা জয়সওয়ালকেই পরবর্তী ভারতীয় সুপারস্টার হিসাবে বেছে নিয়েছেন। তবে, জোশ হ্যাজলউড এবং ট্র্যাভিস হেড শুভমান গিলকেই সেরা ওপেনারের মর্যাদা দিয়েছেন।

বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজটি ২২ নভেম্বর পার্থে শুরু হবে। ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট হবে অ্যাডিলেডে। তৃতীয় টেস্ট ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গাব্বায় হবে। মেলবোর্ন এবং সিডনি ২৬ ডিসেম্বর থেকে শেষ দুটি টেস্টের আয়োজন করবে। শেষ টেস্ট হবে ৩ জানুয়ারি।

Cricket Australia Steve Smith Indian Team Yashasvi Jaiswal Team India Indian Cricket Team India Cricket Team Australia Cricket Team
Advertisment