/indian-express-bangla/media/media_files/2024/12/27/hBDMyOiDWF5x38M88xDI.jpg)
Steve Smith Century: দুরন্ত শতরান স্টিভ স্মিথের (টুইটার)
Steve Smith Century: আইকনিক এমসিজিতে বুধবার স্টিভ স্মিথ কেরিয়ারের ৩৪ তম টেস্ট শতরান হাঁকিয়ে গেলেন। চলতি সিরিজের নিজের দ্বিতীয় শতরান হাঁকানোর সঙ্গেই অজি সুপারস্টার টেস্ট শতরানের সংখ্যায় ছুঁয়ে ফেললেন সুনীল গাভাসকার, ব্রায়ান লারার মত কিংবদন্তিদের। স্মিথের থেকে বেশি টেস্ট শতরান রয়েছে আর মাত্র ৬ জনের।
স্মিথের থেকে বেশি টেস্ট শতরান রয়েছে মাত্র একজন অস্ট্রেলিয়ানের- রিকি পন্টিংয়ের (৪১ টেস্ট শতরান)। সর্বাধিক টেস্ট শতরানের তালিকায় যিনি তিন নম্বরে এবং স্মিথের থেকে এগিয়ে ছয় শতরানে।
৩৫ বছরের অস্ট্রেলিয়ান আপাতত টেস্টে ১০ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ১০০ রান দূরে রয়েছেন। মাত্র তিনজন অস্ট্রেলিয়ান এই মাইলফলক অর্জন করেছেন- রিকি পন্টিং, এলেন বর্ডার এবং স্টিভ ওয়াহ।
11 Test 100s for Steve Smith against India! More than anyone else in history 👏 #AUSvIND | #MilestoneMoment | @nrmainsurancepic.twitter.com/SO8tnwPds4
— cricket.com.au (@cricketcomau) December 27, 2024
সবমিলিয়ে ভারতের বিরুদ্ধে কেরিয়ারের ১১ তম টেস্ট শতরানও করে ফেললেন স্মিথ। এর মধ্যে সাতটিই এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে। তিনটে ভারতে। একটি আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ভারতের বিরুদ্ধে সর্বাধিক শতরান করার নিরিখে স্মিথ পেরিয়ে গেলেন জো রুটকে (১০ সেঞ্চুরি)।
আরও পড়ুন: মেলবোর্নে কালো আর্মব্যান্ড ভারতীয়দের জার্সিতে, দুঃসংবাদের খবর শুনেই নেওয়া হল বড় সিদ্ধান্ত
বর্ডার গাভাসকার ট্রফিতে সর্বাধিক শতরানের নিরিখেও স্মিথ আপাতত একনম্বর। কোহলি এবং শচীনের এই ট্রফিতে শতরানের সংখ্যা নয়টি করে। স্মিথের নামের পাশে ১০ শতরান। এমসিজিতে স্মিথের রেকর্ড ঈর্ষণীয়। এই নিয়ে কেরিয়ারের পঞ্চম টেস্ট শতরান করলেন এই ভেন্যুতে। গড় ৮৫-এরক বেশি।
সর্বাধিক টেস্ট শতরান
শচীন তেন্ডুলকর- ৫১
জ্যাক ক্যালিস- ৪৫
রিকি পন্টিং- ৪১
কুমার সাঙ্গাকারা- ৩৮
জো রুট- ৩৬
রাহুল দ্রাবিড়- ৩৬
ইউনিস খান- ৩৪
সুনীল গাভাসকার- ৩৪
ব্রায়ান লারা- ৩৪
মাহেলা জয়াবর্ধনে- ৩৪
স্টিভ স্মিথ- ৩৪