শুধু স্ট্রোকপ্লে দিয়েই একজন ব্য়াটসম্য়ানের যথার্থ বিচার হয় না। সে কীভাবে বল ছাড়ছে সেটাও দেখার বিষয়। আর এবার বল ছাড়ার খেলাটাকে প্রায় শিল্পের পর্যায় নিয়ে গেলেন স্টিভ স্মিথ। অ্য়াশেজে লর্ডস টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে মাত্র ২৪.১ ওভার খেলা হয়েছে। দুরন্ত কিছু শট নিয়ে নয়, স্মিথ দর্শকদের বিনোদন দিলেন তাঁর বল ছাড়ার ভঙ্গিমায়।
রাহুল দ্রাবিড় বা জ্য়াক কালিসের মতো ক্রিকেটাররা শেষ পর্যন্ত বলের দিকে চোখ রাখতেন বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য়। কিন্তু স্মিথ যা করলেন তা আগে দেখেনি বাইশ গজ। স্মিথ কখনও বল শাফল করলেন তো কখনও বলের লাইনের পিছনে গেলেন। কখনও আবার কোনাকুনি খেলে বল ছাড়লেন। যা প্রকৃত অর্থেই দৃষ্টিনন্দন।
আরও পড়ুন: টেস্টে ভারতকে হারাতে লারার দ্বারস্থ ওয়েস্ট ইন্ডিজ
ক্রিকেট বিশেষজ্ঞরা এখনও স্থির করে উঠতে পারেননি যে, স্মিথের এই কৌশলের কী নাম দেওয়া যেতে পারে। কিন্তু ইংল্যান্ড ক্রিকেটের ফেসবুক পেজ থেকে স্মিথের বল ছাড়ার মুহূর্তগুলোকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। প্রায় তিন লক্ষেরও বেশি মানুষ সেই ভিডিও দেখেছেন।
টুইটারাত্তিরাও স্মিথের এই কৌশল দেখে হতবাক। এখানে সেরকমই কিছু বাছাই করা টুইট দেওয়া হল:
আরও পড়ুন: ব্র্যাডম্য়ানের সঙ্গেই একমাত্র তুলনা চলতে পারে তাঁর, এমনটাই বলছে স্মিথের চমকপ্রদ পরিসংখ্য়ান
তৃতীয় দিনের শেষে স্মিথ ১৩ রানে ব্য়াট করছেন। ৪০টি বল খেলেছেন তিনি। ক্য়ামেরন ব্য়ানক্রফট, উসমান খোয়াজা ও ট্র্য়াভিস হেড আউট হওয়ার পর ম্য়াথিউ ওয়েডের সঙ্গে পার্টনারশিপ তৈরির চেষ্টা করছিলেন স্মিথ।এজবাস্টনে আগুন জ্বেলেছিলেন স্মিথ। পরপর দু'টি টেস্ট শতরান করেন তিনি। তাঁর ব্য়াটেই অস্ট্রেলিয়া দুরন্ত জয় পায়। ১৭৮ রানে পিছিয়ে থাকা অজিদের ভরসা এখন স্মিথ।