Advertisment

ব্র্যাডম্য়ানের সঙ্গেই একমাত্র তুলনা চলতে পারে তাঁর, এমনটাই বলছে স্মিথের চমকপ্রদ পরিসংখ্য়ান

অ্যাশেজে মহাকাব্য়িক উপাখ্য়ান লিখেছেন স্টিভ স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নির্বাসন কাটিয়ে বাইশ গজে স্বমহিমায় ফিরে এসেছেন এই প্রজন্মের অন্য়তম সেরা ক্রিকেটার।

author-image
IE Bangla Web Desk
New Update
Steve Waugh's Ashes and test feat can be comapred with Don Bradman

ব্র্যাডম্য়ানের সঙ্গেই একমাত্র তুলনা চলতে পারে তাঁর, এমনটাই বলছে স্মিথের চমকপ্রদ পরিসংখ্য়ান

অ্যাশেজে মহাকাব্য়িক উপাখ্য়ান লিখেছেন স্টিভ স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নির্বাসন কাটিয়ে বাইশ গজে ফের স্বমহিমায় ফিরে এসেছেন এই প্রজন্মের অন্য়তম সেরা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্য়াপ্টেন বুঝিয়ে দিলেন কেন লাল বলের ক্রিকেটে তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে এসেছেন তিনি।

Advertisment

বার্মিংহ্য়ামের এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টের শেষ চার দিনে দু'বার সেঞ্চুরি করেছেন স্মিথ। প্রথম ইনিংসে ১৪৪ ও দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। তাঁর ব্য়াটেই প্রথম টেস্টে চালকের আসনে গতবারের অ্যাশেজ জয়ীরা। এই প্রতিবেদেন স্মিথের অ্যাশেজ ও টেস্ট কেরিয়ারের  কিছু চমকে দেওয়ার মতো পরিসংখ্য়ান তুলে দেওয়া হলো।

 

২৫ টি টেস্ট সেঞ্চুরির সৌজন্য়ে স্মিথ এখন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ও প্রাক্তন পাকিস্তানের ক্য়াপ্টেন ইনজামাম-উল-হকের সঙ্গে এক আসনে বসলেন। তালিকায় এখনও শীর্ষে ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকর (৫১টি)। স্মিথ ২৫টি টেস্ট সেঞ্চুরি করতে ১১৯টি ইনিংস নিয়েছেন। তাঁর চেয়ে কম ইনিংসে ২৫টি টেস্ট শতরান করেছেন একমাত্র ডন ব্র্যাডম্য়ান। অজি কিংবদন্তির পরেই স্মিথ। এরপর রয়েছেন কোহলি (১২৭টি ইনিংস), শচীন (১৩০টি ইনিংস), সুনীল গাভাস্কর (১৩৮টি ইনিংস)

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যেই আবার কোহলি-বধ স্মিথের! অ্যাসেজে লিখছেন প্রত্যাবর্তনের রূপকথা

১০ টি অ্যাশেজ সেঞ্চুরি হয়ে গেল স্মিথের। একমাত্র ব্র্যাডম্য়ান (১৯) ও জ্য়াক হবস (১২) তাঁর থেকে বেশি শতরান করেছেন ক্রিকেটের এই ঐতিহ্য়বাহী টুর্নামেন্টে। ১০টি অ্যাশেজ সেঞ্চুরি আছে প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্য়াপ্টেন স্টিভ ওয়ার। ইংল্যান্ডের মাটিতে পাঁচের বেশি টেস্ট সেঞ্চুরিকারীদের ক্লাবে এলেন স্মিথ। এখানে রয়েছেন ব্র্যাডম্য়ান, ওয়া, অ্যালান বর্ডার ও মার্ক টেলর। ব্র্যাডম্য়ান এখানেও সবার উপরে। ইংল্য়ান্ডের মাটিতে ১১টি টেস্ট সেঞ্চুরি আছে তাঁর। এরপরেই টেলর। ৭টি টেস্ট সেঞ্চুরি করেছেন তিনি।

 ৫ নম্বর অজি ব্য়াটসম্য়ান ও সব মিলিয়ে অষ্টম ব্য়াটসম্য়ান হিসেবে স্মিথ একক অ্যাশেজ টেস্টে যমজ সেঞ্চুরি পেলেন। স্মিথের আগে তাঁর দেশের হয়ে ওয়ারেন ব্র্য়াডসলে, আর্থার মরিস, স্টিভ ওয়া, ম্য়াথিউ হেডেন এই নজির গড়েছেন। ইংল্য়ান্ডের হয়ে হার্বাট সাটক্লিফ, ওয়ালি হ্য়ামন্ড ও ডেনিস কম্পটন অ্যাশেজের একক টেস্টে জোড়া সেঞ্চুরি করেছেন। শেষবার এই বিরল কৃতিত্ব এসেছিল হেডেনের ব্য়াট থেকে। ২০০২-০৩ অ্যাশেজে গাবায় তিনি ১৯৭ ও ১০৩ রানের ইনিংস খেলেন। স্মিথা ছাড়া ওয়া একমাত্র ব্য়াটসম্য়ান যিনি ইংল্য়ান্ডের ওল্ড ট্র্য়াফোর্ডে দু'টি সেঞ্চুরি করেছেন। ইংল্য়ান্ডের মার্কাস ট্রেসকথিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০৪ সালে ইংল্য়ান্ডে জোড়া সেঞ্চুরি পান। শেষ ৭২ বছরের ইতিহাসে অন্য় কোনও ব্য়াটসম্য়ান ইংল্য়ান্ডের মাটিতে প্রথম টেস্টেই পরপর সেঞ্চুরি করতে পারেননি।

১১১৬ এটাই স্মিথের শেষ ১০টি ইনিংসের মোট রান। এর মধ্য়ে হাফ ডজন সেঞ্চুরি রয়েছে। তাঁর গড় ১৩৯.৫। শেষ ১০ ম্য়াচে স্মিথ করেছেন ১৪১*, ৪০, ৬, ২৩৯, ৭৬, ১০২*, ৮৩, ১৪৪, ১৪২। একমাত্র ব্র্য়াডম্য়ানই স্মিথের থেকে এগিয়ে আছেন। ১৯৩৭-১৯৪৬ সালের মধ্য়ে তিনি ১২৩৬ রান করেন। সাতটি শতরান এসেছিল তাঁর ব্য়াট থেকে।

২৮৬ (১৪৪।১৪২) এই রানটাই চলতি অ্যাশেজের প্রথম টেস্টে করেছেন স্মিথ। একক টেস্টে ম্য়াচে এটাই করা তাঁর সর্বোচ্চ রান। ২০১৫ সালে লর্ডসে ২৭৩ (২১৫।৫৮) রান করেছিলেন। নিজের রেকর্ডই ভাঙলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে শেষ ৫০ বছরে স্মিথ ছাড়া আর অন্য় কোনও ক্রিকেটার একক টেস্টে ২৫০-র বেশি রান করতে পারেননি।

৬২.৯৬ এটাই স্মিথের বর্তমান ব্য়াটিং গড়। ব্র্য়াডম্য়ানের ব্য়াটিং গড় ছিল ৯৯.৯৪। সর্বকালের সেরা ব্য়াটিং গড়ের তালিকায় ব্র্য়াডম্য়ানের পরেই স্মিথ।

৪ স্মিথ চতুর্থ ব্য়াটসম্য়ান হিসাবে অ্যালান বর্ডার, অ্য়ান্ডি ফ্লাওয়ার, তিলকরত্নে দিলশানের পর টেস্টের দুই ইনিংসে ১৪০+ করলেন।

Australia Steve Smith England
Advertisment