Advertisment

'কুস্তির ভবিষ্যত অন্ধকারে, আমাদের লড়াই এখনও জারি', হতাশার মাঝেই বিরাট হুঙ্কার ভিনেশের

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সভাপতি নির্বাচিত হয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team mentor Gautam Gambhir, kkr, mitchel starc, franchise the Kolkata Knight Riders, IPL 2024, Australian pacer Mitchell Starc, Shah Rukh Khan, Gujrat Titans, দলের মেন্টর গৌতম গম্ভীর, কেকেআর, মিচেল স্টার্ক, ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ২০২৪, অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক, শাহরুখ খান, গুজরাট টাইটানস,"

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সভাপতি নির্বাচিত হয়েছেন।

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রাক্তন প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং ডব্লিউএফআই-এর সভাপতি নির্বাচিত হয়েছে। নির্বাচনে জয়ী হওয়ার পরে কুস্তিগির ভিনেশ ফোগাট ক্যামেরার সামনে কার্যত ভেঙে পড়েন। ভিনেশ ফোগাট সেই সকল কুস্তিগীরদের মধ্যে রয়েছেন যারা যৌন হয়রানির অভিযোগে প্রাক্তন কুস্তি সংস্থার প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন। বিক্ষোভের পর চলতি বছরের শুরুতে পদ থেকে সরে দাঁড়ান ব্রিজভূষণ শরণ সিং। ফোগাট ক্যামেরায় সামনে বলেন, "নূন্যতম প্রত্যাশা আছে কিন্তু আমরা আশা করি যে আমরা ন্যায়বিচার পাব। এটি দুঃখজনক যে কুস্তির ভবিষ্যত অন্ধকারে। আমরা আমাদের দুঃখ কাকে জানাব? আমরা এখনও লড়াই করছি,"।

Advertisment

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সভাপতি নির্বাচিত হয়েছেন। এর প্রতিবাদে ফেডারেশনের আয়োজিত সমস্ত ধরনের কুস্তি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন ২০১৬ রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। বৃহস্পতিবার কুস্তি ছাড়ার কথা ঘোষণা করতে সাক্ষী দেশের প্রথমসারির কয়েকজন কুস্তিগিরকে নিয়ে নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানে সাক্ষী বলেন, ‘আমরা আমাদের হৃদয় দিয়ে এই যুদ্ধ লড়েছি। শেষ পর্যন্ত, আমরা ৪০ দিন রাস্তায় শুয়েছিলাম। আমি, দেশের বেশ কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাঁরা প্রতিবাদের সময় আমাদের সমর্থনে এগিয়ে এসেছিলেন। কিন্তু, যদি ব্রিজভূষণ সিংয়ের ব্যবসায়িক অংশীদার এবং ঘনিষ্ঠ সহযোগী জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন, আমি কুস্তি ছেড়ে দেব।’ সাংবাদিক বৈঠকে সাক্ষী কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানস্থলে উপস্থিত লোকজন তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান। কিন্তু সাক্ষী, সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান।

সাক্ষী মালিক দেশের অন্যতম সেরা কুস্তিগীর। গত বছর বার্মিংহামে একটি সোনা-সহ তিনটি কমনওয়েলথ গেমস পদক এবং চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি পদক জিতেছেন। সাক্ষীর সাংবাদিক বৈঠকের আগে, বৃহস্পতিবার ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি অনিতা শেওরানকে ৪০ ভোটে পরাজিত করেছেন। তবে প্রতিবাদী কুস্তিগিরদের সমর্থিত প্রার্থী প্রেমচাঁদ লোচাব জাতীয় কুস্তি ফেডারেশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবারের এই সাংবাদিক বৈঠকে সাক্ষী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যতম সেরা কুস্তিগির ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়া। তাঁরাও সাক্ষীর মতই বিজেপি সাংসদ ব্রিজভূষণের দ্বারা মহিলা কুস্তিগিরদের ওপর যৌন হয়রানির অভিযোগে আন্দোলনে শামিল ছিলেন। তাঁরাও নিজেদের ক্রীড়াজগতে ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ভিনেশ ফোগত দাবি করেছেন যে চলতি বছরের শুরুতে প্রতিবাদী কুস্তিগিররা বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় শাহ তাঁদের বলেছিলেন, ‘আপনারা আমাকে ৩০-৪০ দিন সময় দিন।’ সেকথা জানিয়ে ভিনেশ সাংবাদিক বৈঠকে জানান, ‘তারপর ৩-৪ মাস অপেক্ষা করে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হই।’

বজরং পুনিয়া জানান, গত সপ্তাহে তিনি এবং সাক্ষী ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন। আন্দোলনকারী কুস্তিগিররা চেয়েছিলেন, যাতে সঞ্জয় সিং জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন থেকে সরে যান। কিন্তু, সঞ্জয়কুমার সিং পালটা জানিয়ে দিয়েছিলেন, যে তিনি নির্বাচনে দাঁড়ানোর যোগ্য। তাই নাম প্রত্যাহারের প্রশ্নই আসে না। সঞ্জয় সিং এই ব্যাপারে পালটা বলেছেন, ‘যদি গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও ফেডারেশনের নির্বাচন হয়, সেখানে হস্তক্ষেপ করাই উচিত নয়।’

Brij Bhushan Sharan Singh
Advertisment