যদি অর্থের দরকার হয়, তাহলে বর্ডারে দুষ্কর্ম বন্ধ কর। শোয়েব আখতারকে ফের বার্তা দিলেন কপিল দেব। শোয়েব আখতার বনাম কপিল দেবের বাগযুদ্ধ চলছেই। করোনা পরিপ্রেক্ষিতে কথার উপর পাল্টা কথার লড়াই চলছেই।
করোনা মোকাবিলায় ভারত-পাকিস্তানের চ্যারিটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। সংগৃহীত অর্থ করোনা ত্রাণে দুই দেশের মধ্যে ভাগ করার কথাও বলেছিলেন তিনি।
শোয়েব আখতারের সেই প্রস্তাব উড়িয়ে কপিল দেব সাফ জানিয়েছিলেন, "পরিস্থিতি খুব তাড়াতাড়ি যে স্বাভাবিক হবে এমন সম্ভাবনা কম। এমন মুহূর্তে ম্যাচ আয়োজন করে বিপদ বাড়ানোর দরকার নেই। তিনটে ম্যাচ খেলে কটা টাকাই বা পাওয়া যাবে। ওঁর নিজস্ব মতামত থাকতেই পারে। তবে অর্থ সংগ্রহের জন্য ভারতের ম্যাচ খেলার দরকার নেই।"
এরপরে কপিলদেবকে একাধিক পাক ক্রিকেটার সমালোচনা করেছিলেন। কপিল যে সেই যুদ্ধে এত তাড়াতাড়ি ইতি টানবেন না। তা বুঝিয়ে দিলেন রোববারই।
৮৩-র বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন স্পোর্টস তক-এ কপিল জানিয়েছেন, "আবেগে ভেসে গিয়ে অনেকেই হয়ত ভাবছেন ভারত পাকিস্তান ম্যাচ হওয়া উচিত। এই মুহূর্তে ম্যাচ খেলা আমাদের কাছে অগ্রাধিকার নয়। যদি অর্থের প্রয়োজন হয়, তাহলে বর্ডারে কাজকর্ম বন্ধ করুক ওরা। সেই টাকায় হাসপাতাল ও স্কুল বানাক।"
বিতর্কের প্রসঙ্গ সরিয়ে রেখে কপিল অবশ্য ছাত্র ছাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, "আমি অনেক বৃহত্তর চিত্রের কথা ভাবছি। এই অবস্থায় ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারছে না। ওরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সমস্যা মিটলে আগে স্কুল কলেজ খোলা হোক। তারপর ক্রিকেট, ফুটবল নিয়ে ভাবা যাবে।"
পাশাপাশি কিংবদন্তি ক্রিকেটারের পরামর্শ, "এই মুহূর্তে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান এগিয়ে আসুক। এটা ওদের নৈতিক কর্তব্য। ধর্মীয় স্থানে গেলে আমরা অনেক টাকা দিয়ে থাকি। এই সময় সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত ওদের।"