Advertisment

নীরজের পরে জ্যাভেলিনে গর্বের সোনা সুমিতের! তিনবার বিশ্বরেকর্ড ভেঙে নজিরের পর নজির

কেরিয়ারের শুরুতে কুস্তিগির হতে চেয়েছিলেন। তবে ২০১৫ সালের দুর্ঘটনা বড়সড় পরিবর্তন এনে দেয় সুমিতের কেরিয়ারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sumit Antil wins gold in Tokyo Paralympics

সোনার ছেলে সুমিত আন্তিল।

জ্যাভেলিনে কিছুদিন আগেই দেশকে গর্বের সিংহাসনে বসিয়েছিলেন নীরজ চোপরা। সেই কীর্তির রেশ থাকতে থাকতেই এবার প্যারালিম্পিকে জ্যাভেলিনেই সোনা জিতলেন সুমিত আন্তিল। এফ৬৪ ক্যাটাগরিতে সুমিত বর্তমানে বিশ্বের ১ নম্বর। ফাইনালে ছয় বারের প্রচেষ্টার মধ্যে তিনবারই বিশ্বরেকর্ড ভাঙেন সুমিত। তারপরেই রেকর্ড গড়ে প্যারালিম্পিকে এথলেটিক্সে প্ৰথম তারকা হিসাবে সোনা জেতার কীর্তি অর্জন করেন।

Advertisment

কেরিয়ারের শুরুতে কুস্তিগির হতে চেয়েছিলেন। তবে ২০১৫ সালের দুর্ঘটনা বড়সড় পরিবর্তন এনে দেয় সুমিতের কেরিয়ারে। কুস্তিগির হওয়ার স্বপ্ন ত্যাগ করে সুমিত শেষ পর্যন্ত বেছে নেন জ্যাভেলিন থ্রোয়িংকে।

২০১৫-য় এক মোটরবাইক দুর্ঘটনার শিকার হন সুমিত। সেই দুর্ঘটনায় বাঁ পায়ে হাঁটুর নিচ থেকে পুরো অংশ কেটে বাদ দিতে হয়। সোমবার পঞ্চম প্রচেষ্টায় সুমিত ৬৮.৫৫ মিটার ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়ে সেরার স্থান নিশ্চিত করেন। প্যারা-জ্যাভেলিন থ্রোয়িংয়ে পুরোনো সেরা রেকর্ড (৬২.৮৮ মিটার) ভাঙেন। যা তিনি নিজেই করেছিলেন। প্যারালিম্পিকে সুমিতের শেষ থ্রো ফাউল হয়। তাঁর থ্রো যথাক্রমে ৬৬.৯৫, ৬৮.০৮, ৬৫.২৭, ৬৬.৭১, ৬৮.৫৫ এবং ফাউল। রুপো এবং ব্রোঞ্জ জিতলেন অস্ট্রেলিয়ার মিচাল বুরিয়ান (৬৬.২৯ মিটার) এবং শ্রীলঙ্কার দুলান কদুথিওয়াক্কু (৬৫.৬১ মিটার)।

এর আগে ২০১৯-এ দুবাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এফ৬৪ ক্যাটাগরিতে রুপো জিতেছিলেন সুমিত। অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার বিরুদ্ধেও নেমেছিলেন ইন্ডিয়ান গ্রা-পি ৩ সিরিজে পাতিয়ালায়। সেখানে ৬৬.৪৩ মিটার জ্যাভেলিন থ্রো করে সুমিত সপ্তম স্থান নিশ্চিত করেছিলেন। অন্যদিকে, নীরজ চোপড়া ৮৮.০৭ মিটার থ্রো করে সেরার শিরোপা গড়েন।

সবমিলিয়ে চলতি প্যারালিম্পিকে দেশের সপ্তম পদক জয় নিশ্চিত করেন সুমিত। সুমিতের আগে শ্যুটার অবনী লাখেরা সোনা জিতেছিলেন। এথলেটিক্সে আরও তিনটে রুপো এবং একটা ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। টেবিল টেনিসেও ভারত একটি রুপো জিতেছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Sports News
Advertisment