Advertisment

রাজা রজারের প্রশংসা কুড়ালেন নাগাল, আরও সেট জিততে পারলে খুশি হতেন তিনি

এই মুহূর্তে সুমিত নাগালকে নিয়ে মেতেছে ভারতের টেনিস ফ্য়ানেরা। মঙ্গলবার নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে কেরিয়ারের প্রথম গ্র্য়ান্ড স্ল্য়াম ম্য়াচ খেললেন হরিয়ানার ২২ বছরের যুবক।

author-image
IE Bangla Web Desk
New Update
Sumit Nagal wanted to win few more sets against Federer at US Open

রাজা রজারের প্রশংসা কুড়ালেন নাগাল, আরও সেট জিততে পারলে খুশি হতেন তিনি (ছবি-টুইটার/স্টার স্পোর্টস)

এই মুহূর্তে সুমিত নাগালকে নিয়ে মেতেছে ভারতের টেনিস ফ্য়ানেরা। মঙ্গলবার নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে কেরিয়ারের প্রথম গ্র্য়ান্ড স্ল্য়াম ম্য়াচ খেললেন হরিয়ানার ২২ বছরের যুবক।

Advertisment

যুক্তরাষ্ট্র ওপেনের অভিষেক ম্য়াচেই তাঁর বিপক্ষে ছিলেন স্বয়ং টেনিসের মহারথী রজার ফেডেরার। ফেডেরার এদিন ৬-৪, ১-৬, ২-৬, ৪-৬ সেটে জিতলেন ঠিকই। কিন্তু প্রথম সেটেই চমকে দিয়েছিলেন নাগাল। ৪-৬ সেটে জিতে নেন মহেশ ভূপতির শিষ্য়।

আরও পড়ুন: ফেডেরারের বিরুদ্ধে গ্র্য়ান্ড স্ল্য়াম অভিষেক নাগালের, ম্য়াচ হেরেও হৃদয় জিতলেন ভারতীয়

 

নাগালের এই লড়াকু মনোভাবকে কুর্নিশ করছেন সবাই। ফেডেরারের বিরুদ্ধে খেলা কখনই সহজ নয়। কিন্তু নাগাল সাহসিকতার সঙ্গেই নিজের ছাপ রেখেছেন গ্র্য়ান্ড স্ল্য়ামের অভিষেক ম্য়াচে। ম্য়াচের পর নাগাল বলছেন, "আরও একটা বা দু'টো সেট জিততে পারলে ভাল লাগত। ফেডেরার সবসময় প্রতিপক্ষকে চাপে রাখতে ভালবাসেন। কখনই বোঝা যায় না, কীরকমের শট ও খেলবে। ও সবসময় ভাবায়। কিন্তু বল কোথা দিয়ে আসবে তার কোনও ধারনাই পাওয়া যায় না।"

-->

অন্য়দিকে পাঁচবারের যুক্তরাষ্ট্র ওপেন চ্য়াম্পিয়ন ও ২০ বারের গ্র্য়ান্ড স্ল্য়াম জয়ী রাজা রজার প্রশংসা করেছেন নাগালের। তিনি বললেন, "এরকম ম্য়াচ হয়তো খুব একটা খারাপ না। প্রথম সেটটা আমার জন্য় কঠিন ছিল। খুব শক্তিশালী টেনিস খেলেছে ও। অবশ্য়ই ওর কৃতিত্ব প্রাপ্য়। আমি অনেক বল মিস করছিলাম। চেষ্টা করছিলাম আনফোর্সড এরর কমানোর। আশা করছি এরপর ভাল খেলব।"

ফেডেরারে চির প্রতিদ্বন্দ্বী ও টেনিস বিশ্বের আরেক মহারথী রাফায়েল নাদালের সঙ্গে নাগালের নামের মিল রয়েছে। ম্য়াচের পর সঞ্চালক ফেডেরারকে জিজ্ঞাসা করেছিলেন, "নাগালের নামে 'জি'টা সরিয়ে যদি 'ডি' করা হয়, তাহলে নাদাল মনে হবে, আপনারও কি একবারের জন্য় নাদাল মনে হয়েছিল?" উত্তরে ফেডেরার বললেন, "না, এসব আপনাদের আর সোশাল মিডিয়ার বিষয়।"

Roger Federer
Advertisment