অভিনেতা সুনীল শেট্টিকে ব্র্য়ান্ড অ্য়াম্বাসডর করছে ডোপ বিরোধী সংস্থা নাডা

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা) ব্র্য়ান্ড অ্য়াম্বাসডর হচ্ছেন অভিনেতা সুনীল শেট্টি। মঙ্গলবারই কেন্দ্রীয় সংস্থা দেশের অন্য়তম ফিট অভিনেতার আত্মপ্রকাশ ঘটাতে চলেছে নয়া ভূমিকায়।

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা) ব্র্য়ান্ড অ্য়াম্বাসডর হচ্ছেন অভিনেতা সুনীল শেট্টি। মঙ্গলবারই কেন্দ্রীয় সংস্থা দেশের অন্য়তম ফিট অভিনেতার আত্মপ্রকাশ ঘটাতে চলেছে নয়া ভূমিকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Suniel Shetty to be made anti-doping brand ambassador

অভিনেতা সুনীল শেট্টিকে ব্র্য়ান্ড অ্য়াম্বাসডর করছে ডোপ বিরোধী সংস্থা নাডা

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা) ব্র্য়ান্ড অ্য়াম্বাসডর হচ্ছেন অভিনেতা সুনীল শেট্টি। মঙ্গলবারই কেন্দ্রীয় সংস্থা দেশের অন্য়তম ফিট অভিনেতার আত্মপ্রকাশ ঘটাতে চলেছে নয়া ভূমিকায়।

Advertisment

দেশের ১৫০ জন অ্যাথলিট চলতি বছর ডোপ পরীক্ষায় ব্য়র্থ হয়েছে। সেক্ষেত্রে বডি বিল্ডারদের সংখ্য়া এর তিন ভাগের এক ভাগের কিছুটা বেশি। আর আট মাস পরেই টোকিওতে অলিম্পিক। তার আগে এই রিপোর্ট কিন্তু মোটেই ভাল নয়। এ বছরই বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা)  ন্য়াশনাল অ্যান্টি-ডোপিং ল্য়াবেরটরিকে সাসপেন্ড করেছে। ফলে ভারতের অ্যাথলিটদের এখন দেশের বাইরে ডোপের নমুনা সংগ্রহ করতে হচ্ছে।

আরও পড়ুন-ডোপিংয়ের দায় সমস্ত আন্তর্জাতিক খেলার ইভেন্ট থেকে চার বছর নির্বাসিত রাশিয়া

ডোপ বিরোধী সংস্থা মনে করছে যে, সুনীলের সেলিব্রিটি স্ট্য়াটাস দেশের ক্রীড়াক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি আনতে সাহায্য় করবে। নাডার ডিরেক্টর জেনারেল নবীন আগরওয়াল সংবাদ সংস্থা পিটিআই-কে বলছেন, “আমরা ভাবলাম সুনীলের মানের একজন অভিনেতাই পারবে ডোপ বিরোধী বার্তা দিতে। যে ডোপিং মোটেই অ্যাথলিটদের জন্য় এবং দেশের জন্য় ভাল নয়। আমাদের মনে হয় ভারতে সেলিব্রিটিদের প্রচুর ফলোয়ার আছে ফলে তাঁরা জনগনের কাছে একটা বার্তা দিতে পারবেন।”

Advertisment

অন্য়দিকে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা) চার বছরের জন্য় রাশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশনকে সব রকমের বড় স্পোর্টিং ইভেন্ট থেকে নির্বাসিত করল। যার ফলে ২০২৩ পর্যন্ত বিশ্ব স্পোর্টসের কোনও মেজর টুর্নামেন্টে অংশ নিতে পারবে না রাশিয়া।

২০২০ টোকিও অলিম্পিক, ইউরো কাপ, ২০২১-এ মার্কিন মুলুকে অনুষ্ঠিত বিশ্ব চ্য়াম্পিয়নশিপ, ২০২২ বেজিং অলিম্পিক ও ফুটবল বিশ্বকাপের মতো ইভেন্টে প্রতিনিধিত্ব করতে পারবে না ভ্লাদিমির পুতিনের দেশে।

Read full story in English

samsung