ছেত্রী পরিবারে খুশির আলো। বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সোনম ভট্টাচার্য পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং সন্তান দু'জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
জুলাইতে অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সোনম। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আশঙ্কা কাটিয়ে অগাস্ট মাসের শেষদিনে বড় সুখবর দিলেন সুনীল ও সোনম। সোনমের বাবা প্রখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্য।
সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে কিংস কাপে খেলছেন না সুনীল। গত মঙ্গলবার তাঁকে ছাড়াই দল ঘোষণা করেন কোচ ইগর স্টিমাচ। এখন কিছুদিন ফুটবল মাঠে নয়, সদ্যোজাত সন্তানের পিতার ভূমিকায় নিজেকে সড়গড় করে নিতে চাইছেন।
সাধারণত সেলিব্রিটিরা নিজেরাই সোশাল মিডিয়ায় সুখবর দিয়ে থাকেন। কিন্তু সুনীল ও সোনমের ক্ষেত্রে তেমনটা হয়নি। দু'জনের মধ্যে কেউই সোশাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি। যতদূর জানা গিয়েছে, বুধবার সকালে পৃথিবীর আলো দেখে সুনীলের পুত্রসন্তান। বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন সোনম। মা ও সন্তান সুস্থ রয়েছে। বাবা হতে চলেছেন এই সুখবর ইন্টার কন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন জানিয়েছিলেন সুনীল। গোলের পর জার্সির ভেতরে বল রেখে সেলিব্রেশন করেন। সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী।