Advertisment

Sunil Chhetri farewell match: বিদায়ী ম্যাচে সুনীলের মনে নেই 'অবসর'! কলকাতায় মাঠেই মহাপ্রস্থানে কিংবদন্তি

Fifa World Cup qualifier India vs Kuwait: বৃহস্পতিবার কলকাতার মাঠেই কুয়েতের বিরুদ্ধে ২০২৬ ফুটবল বিশ্বকাপ এবং ২০২৭ বাছাইপর্বের ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন সুনীল।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Kuwait World Cup qualifier, Sunil Chhetri last match, সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্যাচ

India vs Kuwait: ছেত্রী মনে করছেন, এই ম্যাচে ভালো কিছু করতে হলে খেলোয়াড়দের মাথা ঠান্ডা রাখাটা জরুরি। (ছবি- এআইএফএফ)

Sunil Chhetri farewell match: কুয়েত ম্যাচ দিয়েই তাঁর আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার শেষ করছেন সুনীল ছেত্রী। আর, ছেত্রীর জন্যই তাঁর সতীর্থরা এখন এই ম্যাচ জিততে মরিয়া। উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে থেকে মিডফিল্ডার সাহল আবদুল সামাদ কিংবা ডিফেন্ডার শুভাশিস বোস। সবাই চান, তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ জিতে 'ছেত্রী ভাইকে একটা উপহারের মত উপহার দিতে।' এমনকী, কোচ ইগর স্টিমাকও আবেগ ধরে রাখতে পারছেন না!

Advertisment

বৃহস্পতিবার কলকাতার মাঠেই কুয়েতের বিরুদ্ধে ২০২৬ ফুটবল বিশ্বকাপ এবং ২০২৭ বাছাইপর্বের ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন সুনীল। তাই সবাই ছেত্রীর কথা বলছে। কিন্তু, ৩৯ বছর বয়সি ভারতীয় ফুটবলার চান, সবাই তাঁকে ছেড়ে বরং ম্যাচের দিকেই বেশি ফোকাস করুক। ম্যাচের আগের দিন মিডিয়া কনফারেন্স হলে ঢোকার পর হাসিতে তাঁর আবেগ ধরা পড়েছে। বাকি সময় তিনি ছিলেন কার্যত সুপ্ত আগ্নেয়গিরির মত। সবসময় বলে গিয়েছেন, তাঁর ওপর মনোনিবেশের বদলে যেন খেলোয়াড়রা ম্যাচের দিকেই বেশি মন দেন।

ছেত্রীর কথায়, 'আমি আমার অবসর না। এই ম্যাচটা নিয়েই বেশি ভাবতে চাই। দয়া করে আমাকে বারবার জিজ্ঞেস করবেন না যে আমার কেমন লাগছে? আমার বরং, বারবার এমনটাই মনে হচ্ছে যে এই ম্যাচটা আমাদের জিততে হবে। ম্যাচটা কিন্তু সহজ হবে না। তবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। কলকাতায় আমাদের প্রচুর সমর্থক থাকবে। এটাই আমাদের প্লাস পয়েন্ট।' আর, সেই কারণেই ছেত্রী সহ খেলোয়াড়দের পরামর্শ দিচ্ছেন, গোটা ম্যাচে মাথা ঠান্ডা রাখতে।

Sunil Chhetri practice ahead of India vs Kuwait
ছেত্রী যে শহরে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, সেখানেই তাঁর কেরিয়ারের শুরু হয়েছিল। (এআইএফএফ)

বর্তমানে বাছাইপর্বের এ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে। আফগানিস্তান চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তবে, গোল ব্যবধানে ভারত এবং কুয়েতের চেয়ে তিন পয়েন্ট পেলেও বেশ পিছিয়ে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে প্রবেশ করবে। পাশাপাশি সৌদি আরবে এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর জন্যও সরাসরি যোগ্যতা অর্জন করবে।

আরও পড়ুন- ভারতের ১ নম্বর তারকাই বাদ বিশ্বকাপের প্ৰথম ম্যাচে! ক্ষোভে টিম ম্যানেজমেন্টকে সরাসরি একহাত গাভাসকারের

এই পরিস্থিতিতে মাত্র একটা জয় ভারতকে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে উঠতে সুবিধাজনক জায়গায় নিয়ে যাবে। আর, এটা ভারতের জন্য একটা ঐতিহাসিক কীর্তি হয়ে উঠবে। তার মানে অবশ্য ভারত বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে যাবে, এমনটা না। তবে, চূড়ান্ত রাউন্ডে এশিয়ার এলিট দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাবে। যা আন্তর্জাতিক ফুটবলে ভারতের ব়্যাঙ্কিং বাড়াতে সাহায্য করবে।

Indian Team Football Indian Football indian football team Sunil Chhetri
Advertisment