Advertisment

Sunil Chhetri-Virat Kohli: অবসরের আগে টিম ইন্ডিয়ার কিংবদন্তি ক্রিকেটারকে ফোন সুনীল ছেত্রীর! পুরোটাই ফাঁস করলেন অবশেষে

Sunil Chhetri and Virat Kohli: সুনীলের আগে কোহলিও জানিয়েছিলেন, অবসরের ব্যাপারে তাঁর সঙ্গে ছেত্রীর কথা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunil Chhetri, Retirement, সুনীল ছেত্রী, অবসর

Sunil Chhetri-Retirement: কিংবদন্তি ফুটবলার নিজেই জানিয়েছেন একথা। (ছবি- টুইটার)

Sunil Chhetri retirement: তাঁর অবসরের সিদ্ধান্তের আগে বিরাট কোহলির সঙ্গে কথা বলেছিলেন সুনীল ছেত্রী। ১৫০টিরও বেশি ম্যাচে জাতীয় দলের অধিনায়ক ৩৯ বছরের সুনীল ছেত্রী ৯৪টি গোল করে দেশের সর্বোচ্চ স্কোরার। ভারতীয় ফুটবলের এই আইকন বৃহস্পতিবার তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শুক্রবার তিনি রীতিমতো রহস্যের পরদা উন্মোচন করে জানান, অবসর নেওয়ার আগে কিংবদন্তি বিরাট কোহলির সঙ্গে কথা বলেছিলেন।

Advertisment

সুনীলের কথায়, 'অবসরের সিদ্ধান্তের আগে আমি বিরাট কোহলির সঙ্গে কথা বলেছিলাম। ও আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমি সেই জন্য ওঁর সঙ্গে আলোচনা করেছি। কারণ, সঠিক সিদ্ধান্তটা কীভাবে নিতে হয়, আমরা দুজনেই জানি। খেলাধূলায় উত্থান-পতন, অবসর- এসব আসে।' সুনীল জানিয়েছেন, ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ভারতের হয়ে খেলার পরই তিনি অবসর নেবেন। সুনীলের আগে কোহলিও জানিয়েছিলেন, অবসরের ব্যাপারে তাঁর সঙ্গে ছেত্রীর কথা হয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পোস্ট করা একটি ভিডিওতে কোহলি বলেছেন, 'ও (সুনীল) দুর্দান্ত খেলোয়াড়। ও আমাকে বলেছিল যে অবসর নিতে যাচ্ছে। আমার মনে হয়েছে, ও এই সিদ্ধান্তটা নিয়ে শান্তি পেয়েছে। আমি বহু বছর ধরে ওই ঘনিষ্ঠ। ওর ভবিষ্যৎ জীবনের প্রতি শুভকামনা জানাই। ও সত্যিই একজন ভালো মানুষ।' সুনীলের অবসরের সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রীড়ামহলে যখন জোর চর্চা, সেই সময় কোহলিও নিজের অবসরের জল্পনা উসকে দিয়েছেন।

আর, সুনীল ছেত্রী জানিয়েছেন, তিনি রীতিমতো ভেবেচিন্তে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ঘরোয়া টুর্নামেন্টে আপাতত খেলবেন। এরপর সেসবের পাট চুকিয়ে 'বিশ্রাম' নিতে চান। একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও শারীরিক কারণে অবসরের সিদ্ধান্ত নেননি। কারণ, এখনও তিনি রীতিমতো ফিট, দৌড়াদৌড়ি, বলের জন্য তাড়া করা, রক্ষণ সামলানো, কঠোর পরিশ্রম করা- সবেতেই সক্ষম।

আরও পড়ুন- বিশ্বকাপে হার্দিকের নির্বাচন একদম ঠিকঠাক! দাউদাউ বিতর্কে মুখ খুলে তেল ছেটালেন এবার জয় শাহ

এতকিছু যদি ঠিকঠাকই থাকে, তাহলে অযথা অবসর নিতে গেলেন কেন? এই প্রশ্নের উত্তরটাও খোলসা করেছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি। সুনীল ছেত্রী বলেছেন, 'এই সিদ্ধান্তটা সময়ের সঙ্গেই স্বাভাবিকভাবে এসেছে। অনেক চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। একবছর আমি বেঙ্গালুরু এফসিতে থাকব। তারপর ছুটি নিতে চাই।'

cricket Virat Kohli Football Sunil Chhetri Indian Team
Advertisment