Sunil Chhetri: গোলের সহজতম সুযোগ মিস, মাথা গরম করে মাঠ ছাড়লেন সুনীল! ড্র ভারতের

Sunil Chhetri: মাঠ ছাড়ার আগে ৮৪ মিনিটে গোল করার শেষ সুযোগটা পেয়েছিলেন সুনীল। বলা ভালো, সহজতম সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু, সেটা কাজে লাগাতে পারলেন না।

Sunil Chhetri: মাঠ ছাড়ার আগে ৮৪ মিনিটে গোল করার শেষ সুযোগটা পেয়েছিলেন সুনীল। বলা ভালো, সহজতম সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু, সেটা কাজে লাগাতে পারলেন না।

author-image
Koushik Biswas
New Update
Sunil Chhetri Goal Miss Header

গোল করার সুযোগ মিসস করলেন সুনীল ছেত্রী

Sunil Chhetri: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ২০২৭ এএফসি (AFC) এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে গোলশূন্য ড্র করল ভারতীয় ফুটবল দল (indian football team)। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীর থেকে গোলের প্রত্যাশা করা হয়েছিল। কয়েকটা সুযোগ পেলেও, তা কাজে লাগাতে পারেননি সুনীল। শেষপর্যন্ত, ৮৫ মিনিটে এই ভারতীয় ফরোয়ার্ডকে তুলে নেন কোচ মানোলো মার্কোয়েজ। তবে মাঠ ছাড়ার আগে সুনীলের চোখে-মুখে চরম বিরক্তি চোখে পড়ল। গোলের সুযোগ মিস করে তিনি যে হতাশ হয়ে পড়েছেন, তা স্পষ্টই বোঝা যাচ্ছিল।

Advertisment

সহজ সুযোগ হাতছাড়া সুনীলের

মাঠ ছাড়ার আগে ৮৪ মিনিটে গোল করার শেষ সুযোগটা পেয়েছিলেন সুনীল। বলা ভালো, সহজতম সুযোগ পেয়েছিলেন তিনি। ফাইনাল থার্ডে বলটা রিসিভ করেছিলেন মহেশ। তিনিই নিখুঁত একটি ক্রসে বক্সের মধ্যে সুনীলকে লক্ষ্য করে বলটা বাড়িয়েছিলেন। গোল করার যথেষ্ট সুযোগ ছিল সুনীলের কাছে। কিন্তু, তাঁর হেডার গোলপোস্টের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যায়। আর সেইসঙ্গে মার্কোয়েজ তাঁকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। সুনীলের বদলি হিসেবে মাঠে নামেন মহম্মদ ইয়াওয়াড়।

হতাশ হয়ে মাঠ ছাড়লেন ছেত্রী

Advertisment

মাঠ ছাড়ার আগে সুনীলের চোখে-মুখে যারপরনাই হতাশা চোখে পড়ছিল। এমনকী, রিজার্ভ বেঞ্চে বসেও তিনি নিজেই নিজেকে দোষারোপ করছিলেন। কীভাবে এই গোলের সুযোগটা তিনি মিস করলেন, সেটাই যেন মেনে নিতে পারছিলেন না। ম্যাচের শেষে বাংলাদেশের ফুটবলাররা যে সুনীলের সঙ্গে হ্যান্ডশেক করে যান। ১৯৯৯ সালের পর এই প্রথমবার ভারত বনাম বাংলাদেশ ম্য়াচ গোলশূন্য ড্র হল। অবসর ভেঙে এই ম্য়াচটা খেলতে এসেছিলেন সুনীল। এরথেকে বড় যন্ত্রণা তাঁর কাছে আর কীই বা হতে পারে?

বাংলাদেশের বিরুদ্ধে কবে কতগুলো গোল করেছেন সুনীল? সেই খতিয়ানে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক:

প্রথম গোল - ৯ মার্চ, ২০১৩ - হলচক স্টেডিয়াম, কাঠমাণ্ডু
দ্বিতীয় গোল - ৫ মার্চ, ২০১৪ - ফাতোরদা স্টেডিয়াম, গোয়া 
তৃতীয় গোল - ৫ মার্চ, ২০১৪ - ফাতোরদা স্টেডিয়াম, গোয়া
চতুর্থ গোল - ৭ জুন, ২০২১ - জসিম বিন হামাদ স্টেডিয়াম, দোহা
পঞ্চম গোল - ৭ জুন, ২০২১ - জসিম বিন হামাদ স্টেডিয়াম, দোহা
ষষ্ঠ গোল - ৪ অক্টোবর, ২০২১ - রাশমি ধান্দু স্টেডিয়াম, মালে

AFC Bangladesh indian football team Sunil Chhetri