Indian Football Team: অবশেষে শাপমোচন হল ভারতীয় ফুটবল দলের। প্রায় এক বছর পর ফের আন্তর্জাতিক আঙিনায় জয়লাভ করল টিম ইন্ডিয়া। বুধবার (১৯ মার্চ) মালদ্বীপের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। এই ম্যাচে তারা ৩-০ গোলে জয়লাভ করেছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়। পরবর্তী ম্যাচে আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবেন সুনীলরা।
সুনীলের প্রত্যাবর্তনেই বাজিমাত ভারতের?
এই ম্যাচের হাত ধরে আবারও আন্তর্জাতিক ফুটবলে কামব্যাক করেছেন ভারতের কিংবদন্তী খেলোয়াড় সুনীল ছেত্রী। গত বছর ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে তিনি শেষবার টিম ইন্ডিয়ার জার্সিতে খেলেছিলেন। কুয়েতের বিরুদ্ধে আয়োজিত ওই ম্য়াচটি গোলশূন্য ড্র হওয়ার পরই সুনীল বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, গত এক বছরে ভারতীয় ফুটবল দল যেভাবে মুখ থুবড়ে পড়েছে, তা দেখে অবসর ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করেন ৪০ বছর বয়সি এই ফুটবলার।
আর আসতে না আসতেই বাজিমাত। ম্যাচে ৭৭ মিনিটে দুরন্ত একটি হেডারে মালদ্বীপের জাল ছিন্নভিন্ন করে দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে সুনীল ৯৫ নম্বর গোলটা করে ফেললেন।
প্রসঙ্গত, মানোলো মার্কোয়েজের কোচিংয়ে এই প্রথমবার ভারতীয় ফুটবল দল কোনও ম্য়াচ জিততে পারল। ৪৮৯ দিন পর টিম ইন্ডিয়ার এই জয় যে অমৃতের সমান, তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচে সুনীল ছাড়াও একটি করে গোল করেছেন রাহুল ভেকে এবং লিস্টন কোলাসো।
ব্রেন্ডনের চোট বাড়াল চিন্তা
তবে এই ম্যাচে ব্রেন্ডন ফার্নান্ডেজের চোট অবশ্যই টিম ইন্ডিয়াকে অস্বস্তিতে রাখবে। ৩৭ মিনিটের মাথায় তিনি হাঁটুতে চোট পেয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠ ছাড়তে হয়। তাঁর বদলে খেলতে নেমেছিলেন ফারুখ চৌধুরী।
ব্রেন্ডনের চোট কতটা গুরুতর, তা এখনও জানতে পারা যায়নি। এই ব্যাপারে টিম ইন্ডিয়ার হেড কোচ মার্কোয়েজ মানোলো মুখ খুলতে নারাজ। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারত আগামী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে। এই একই ভেন্যুতে আগামী মঙ্গলবার ম্য়াচটা আয়োজন করা হবে।