ভারতীয় ফুটবলের ফার্স্ট লেডি তিনি। সেই সোনম ভট্টাচার্য এবার বড়সড় বিপদে। এবিপি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সুনীল ছেত্রীর অন্তঃস্বত্ত্বা স্ত্রী ডেঙ্গির কবলে। বেঙ্গালুরুর এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে জরুরিকালীন ভিত্তিতে।
সুনীল ছেত্রীর প্রেম কাহিনী ভারতীয় ফুটবলে নতুন কিছু নয়। কয়েক সপ্তাহ আগে সাফ কাপে খেলার সময় গোল করে অভিনব ভঙ্গিতে অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে উদ্দেশ্য করে উদযাপন করেছিলেন। সঙ্গেসঙ্গেই সুনীলের কাণ্ড কুর্ণিশ আদায় করে নিয়েছিল। অন্তঃস্বত্ত্বা স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন বলে আসন্ন কিংস কাপেও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না সুনীলকে।
এমন অবস্থায় সুনীল ছেত্রীর স্ত্রীকে নিয়ে প্রবল দুঃসংবাদে ছারখার ভারতীয় ফুটবল। বেঙ্গালুরুতে সাম্প্রতিক সময়ে ডেঙ্গির বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এমন অবস্থায় সুনীলের স্ত্রীর ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্ত সুনীলের স্ত্রীর অক্সিজেন সম্পৃক্ততার মাত্রা ভীষণভাবে কমে গিয়েছিল। তবে আপাতত তিনি সেরে উঠছেন বলেই জানা গিয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সামনে এখন ঠাসা ক্রীড়াসূচি। ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার যেমন রয়েছে, তেমন এএফসি এশিয়ান কাপেও নামতে হবে টিম ইন্ডিয়াকে। তার আগে থাইল্যান্ডে বসছে কিংস কাপের আসর। সেপ্টেম্বরে কিংস কাপ চলাকালীনই সুনীলের স্ত্রী সন্তানের জন্ম দিতে পারেন। সেই কারণে আগাম কোচ স্টিম্যাচের কাছে ছুটিও চেয়ে রেখেছেন সুনীল। এক সাক্ষাৎকারে ভারতীয় ফুটবলের আইকন বলে দিয়েছেন, "কিংস কাপের স্কোয়াডে যেন আমাকে রাখা না হয়, সেই বিষয়ে কোচকে আবেদন করব। বাবা হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ডেলিভারির সময় এখানেই থাকতে চাই।"