Advertisment

Sunil Gavaskar On Lakshya Sen: অজুহাতের অলিম্পিকে চ্যাম্পিয়ন ভারত! অলিম্পিকে বাঙালি জেতা ম্যাচ হেরে বসায় ক্ষেপে লাল গাভাসকার

Sunil Gavaskar On Lakshya Sen, Paris Olympics 2024: প্ৰকাশ পাড়ুকোনের পাশে এবার দাঁড়ালেন স্বয়ং সুনীল গাভাসকার। স্পোর্টস স্টারে নিজের কলামে তিনি লিখেছেন, "ও (প্রকাশ পাড়ুকোনে) সহজে মনের ভাব প্রকাশ করেন না। বরাবর প্রচার থেকে দূরে থাকেন। নেটে ওঁর বিখ্যাত ড্রিবলের মতই ব্যক্তি জীবনে উনি একদম লাজুক। তবে ব্যাডমিন্টনের হতাশা জনক পারফরম্যান্সের পর ওঁর স্পষ্ট মতামত অনেকের যাঁরা বিশেষত ওঁর ঘনিষ্ঠ তাঁদের কাছেই আশ্চর্যের লেগেছে

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunil Gavaskar On Lakshya Sen, Paris Olympics 2024:

Sunil Gavaskar On Lakshya Sen, Paris Olympics 2024: প্রকাশ পাড়ুকোনের পাশেই দাঁড়ালেন সুনীল গাভাসকার (টুইটার)

Sunil Gavaskar On Lakshya Sen, Paris Olympics 2024: ব্রোঞ্জ মেডেলের ম্যাচে আশ্চর্যজনকভাবে ভালো পজিশনে থেকেও পদক জয় থেকে ছিটকে গিয়েছিলেন শাটলার লক্ষ্য সেন। সেই বিষয়টি মোটেও ভালভাবে নেননি কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনে। সরাসরি লক্ষ্য সেন সহ গোটা ভারতীয় দলের সমালোচনায় সরব হয়েছিলেন। পাল্টা সমালোচনার মুখেও পড়তে হয় প্ৰকাশ পাড়ুকোনেকে।

Advertisment

তবে প্ৰকাশ পাড়ুকোনের পাশে এবার দাঁড়ালেন স্বয়ং সুনীল গাভাসকার। স্পোর্টস স্টারে নিজের কলামে তিনি লিখেছেন, "ও (প্রকাশ পাড়ুকোনে) সহজে মনের ভাব প্রকাশ করেন না। বরাবর প্রচার থেকে দূরে থাকেন। নেটে ওঁর বিখ্যাত ড্রিবলের মতই ব্যক্তি জীবনে উনি একদম লাজুক। তবে ব্যাডমিন্টনের হতাশা জনক পারফরম্যান্সের পর ওঁর স্পষ্ট মতামত অনেকের যাঁরা বিশেষত ওঁর ঘনিষ্ঠ তাঁদের কাছেই আশ্চর্যের লেগেছে। এতে স্বভাবতই একটা বিতর্ক দানা বেঁধেছে যেখানে অনেকেই এক হবু চ্যাম্পিয়ন অথবা অতীতের সেভাবে সেরাদের তালিকায় নাম না লেখানো এক চ্যাম্পিয়নের পক্ষ নিয়েছেন। অজুহাতে ভারত প্রতিবার সোনার পদক পায়। তাই ওঁর পর্যালোচনা সংক্রান্ত আলোচনা অনেকটাই রঙিন চশমায় দেখার থেকে বেশি।"

"ও কী বলেছে? যে এখন সমস্ত ক্রীড়াবিদ সরকারের, সংশ্লিষ্ট ফেডারেশনের তরফে পর্যাপ্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে। তাই তাঁদেরকেই এই ব্যর্থতার দায় নিতে হবে। কারোর দিকে আঙ্গুল না তুলে উনি নিজের বক্তব্যের পক্ষে দারুণ যুক্তি উপস্থাপন করেছেন। তারপর যথারীতি যে কাজে আমরা বরাবর চ্যাম্পিয়ন, সেই ভাবে ওঁর ওপর ঝাঁপিয়ে পড়েছি। ওঁর বক্তব্য খারিজ করতে উদ্যত হয়েছি। কোনও ক্রীড়াবিদ যদি নিজের পারফরম্যান্সের দায় নিজে না নিজ তাহলে কে নেবে? কী খারাপ বলেছেন উনি? অনেকেই বলছেন, ভুল সময়ে মন্তব্য করেছেন উনি। একজন যখন অজুহাত খোঁজে, সমর্থন খোঁজে সেই সময়ে ভুল ধরিয়ে দেওয়া উচিত। ও (লক্ষ্য সেন) যদি সত্যি সত্যি চ্যাম্পিয়ন হয়, তাহলে সমালোচকদের নিজের কথা গিলতে বাধ্য করবে ও। নাহলে প্রতারণার এই ধারা ও চালিয়ে যাবে।"

রোহিত শর্মার বিখ্যাত সেই কথা ধার করে সানি আরও বলেছেন, "৭-০ এগিয়ে থেকে ১৭-২০'এ পরাজয় বরণ করতে দেখা রীতিমত হৃদয় বিদারক। বিমল কুমার, বাই (ব্যাডমিন্টন এসোসিয়েশন সংস্থা) টপস সকলেই ওঁকে সর্বোতভাবে সাহায্য করেছে। তবে ঠিক সময়েই ওঁর এই পারফরম্যান্স টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের কথায়, 'গার্ডেন মে ঘুমনে ওয়ালে'।

সেমিফাইনালে পোঁছনোর পর লক্ষ্য সেন প্ৰথমে হারে ভিক্টর এক্সেলসেনের কাছে। তারপর ব্রোঞ্জ দখলের লড়াইয়ে পরাস্ত হন মালয়েশিয়ার লি জি জিয়ার কাছে।

Indian Olympic Team India in Olympic Today Paris Olympics 2024 Olympics India in Olympic India at Olympics Sunil Gavaskar Indian Olympic Association Badminton
Advertisment