Sunil Gavaskar Supports Prithvi Shaw On Fitness: ফিটনেস ইস্যুতে মুম্বইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী শ। তবে তারকা ব্যাটারের পাশেই এবার দাঁড়ালেন সুনীল গাভাসকার। বলে দিলেন, কোমরের মাপ কখনও ফিটনেসের নির্ণায়ক হতে পারে না।
টিম ইন্ডিয়া থেকে বহুদূর থাকা পৃথ্বীকে মুম্বই রঞ্জি দল থেকে বাদ দিয়েছিল তৃতীয় রাউন্ডের ম্যাচে ত্রিপুরার বিপক্ষে নামার আগে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আগে বলা হয়েছিল, মুম্বইয়ের নির্বাচকরা পৃথ্বীকে এমসিএ ফিটনেস ট্রেনারদের অধীনে ফিটনেস প্রোগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
টিম ম্যানেজমেন্টের তরফে এমসিএ-কে জানানো হয়েছিল, পৃথ্বী-র শরীরে ৩৫ শতাংশের বেশি চর্বি রয়েছে। দলে সুযোগ পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে তাঁকে। চলতি রঞ্জি সিজনেও একদম ফর্মে ছিলেন না পৃথ্বী। প্ৰথম দুটো ম্যাচে মাত্র ৫৯ রান করেছেন।
মুম্বইয়ের হয়ে মরসুমের শুরুর ম্যাচে ইরানি ট্রফিতে দ্বিতীয় ইনিংসে ৭৬ হাঁকিয়েছিলেন। তারপরেই ব্যাটিং দাপট ক্রমে স্তিমিত হয়ে গিয়েছে। যদিও এই ইস্যুতে গাভাসকারের সমর্থন পেয়েছেন পৃথ্বী।
কিংবদন্তি গাভাসকার সরফরাজের সঙ্গে পৃথ্বীর তুলনা টেনে মিড ডে-তে নিজের কলামে বলে দিয়েছেন, "রঞ্জি ট্রফিতে ওঁর বাদ পড়া নিয়ে একাধিক প্রতিবেদন বেরিয়েছে। যদি খেলার প্রতি মনোভাব, শৃঙ্খলা অথবা এপ্রোচের বিষয় হয়, তাহলে ব্যাপারটা বোধগম্য। তবে আশা করব, ওঁর বাদ পড়ার কারণ যেন দৈহিক ওজন না হয়। যেটা একটা প্রতিবেদনে পড়ছিলাম।"
"সেই রিপোর্টে বলা হয়েছিল ওঁর শরীরে নাকি ৩৫ শতাংশ অধিক বডি ফ্যাট রয়েছে। আমরা গত বেঙ্গালুরু টেস্টেই দেখেছি বারবার শারীরিক গঠনের জন্য আলোচনার শিরোনামে ওঠা সরফরাজ দেড়শো হাঁকিয়েছিল। প্রমাণ করেছিল, ফিটনেস অর্থ শুধুই কোমরের মাপ নয়।"
"আসল ব্যাপার হল, তুমি ব্যাট হাতে সারা দিনে দেড়শো বা ২০-র বেশি ওভার বল করতে পারছ কিনা! একজন ক্রিকেটারের ফিটনেস এটার মাপকাঠিতেই হওয়া উচিত। যাইহোক, শরীরে শূন্য শতাংশ বডি ফ্যাট নিয়ে কোন প্লেয়ার পৃথ্বী শয়ের মত ৩৭৯ হাঁকিয়েছে? আমার বক্তব্যের পক্ষে এটাই সবথেকে বড় প্রমাণ।"
২০২০-তে পৃথ্বী শ শেষবার ভারতের হয়ে খেলেছিলেন। গত তিনটে রঞ্জি মরশুমে পৃথ্বী শ চারটে শতরান হাঁকিয়েছেন। এর মধ্যে ২০২২/২৩ সিজনে আসামের বিপক্ষে ৩৭৯ রানের ইনিংস-ও রয়েছে। যা রঞ্জিতে কোনও মুম্বই ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
READ THE FULL ARTICLE IN ENGLISH