India's tour to Australia down under: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের বদলে মিডিয়ার ফোকাস বেশি রয়েছে মাস খানেক বাদের অস্ট্রেলিয়া সফরে। বর্ডার গাভাসকার ট্রফিতে ভারতীয় দলে কারা থাকবেন, তা নিয়ে এখন থেকেই কাটাছেঁড়া হচ্ছে।
নেওয়া হচ্ছে প্রাক্তন তারকাদের মতামত। আর এতেই পিছনের সারিতে চলে গিয়েছে চলতি নিউজিল্যান্ডের সিরিজের গুরুত্ব। এতেই বিরক্ত হয়ে গাভাসকার বলে দিয়েছেন, কোনও প্রাক্তনীকেও তো জিজ্ঞাসা করা হয়নি, অস্ট্রেলিয়ায় ভারতীয় স্কোয়াডে কাদের থাকা উচিত।
ভারত এবং নিউজিল্যান্ডের পুনে টেস্ট চলাকালীনই সানি মুখ খুলে বলে দিয়েছেন, "প্লেয়ারদের দোষ একদমই নেই। ওঁদের ফোকাস বর্তমান সিরিজেই রয়েছে। মিডিয়া এবং প্রাক্তন ক্রিকেটারদের বৃত্তে অস্ট্রেলিয়ার সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ায় কী ঘটতে চলেছে, তা নিয়ে প্রচুর মিডিয়া কভারেজ হচ্ছে।"
"অস্ট্রেলিয়াতেও ভারতীয় দল নিয়ে তুঙ্গে আলোচনা। রোহিতদের স্কোয়াডে কারা থাকবেন, তা নিয়ে মন্তব্য রাখছেন অস্ট্রেলিয়ানরা। এঁকে নাও, ওঁকে বাইরে রাখো। কেউ তো অস্ট্রেলিয়ার দল নিয়ে মুখ খুলছে না। অস্ট্রেলিয়ানরা উল্টে আমাদের পরামর্শ দিচ্ছে, এঁকে নাও, ওঁকে নাও। আমাদেরও জিজ্ঞাসা করা হোক, অস্ট্রেলিয়া দলে কাদের থাকা উচিত।"
ভারত বর্তমানে পুনেতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে। এমন অবস্থায় অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আলোচনায় কিংবদন্তি যে ক্ষুব্ধ, তা টের পেয়েছেন সহ-ধারাভাষ্যকার দীনেশ কার্তিকও। "এখন অস্ট্রেলিয়া নিয়ে আলোচনা বন্ধ হোক। এই ভুল অধিকাংশ ব্যক্তিই করে থাকেন। বর্তমানে কী হচ্ছে, তা নিয়ে চিন্তা করা উচিত। এই মুহূর্তে কোন সিরিজ চলছে, তা নিয়ে ফোকাস করা উচিত। সময় এলে অস্ট্রেলিয়া নিয়েও ভাবনা চিন্তা শুরু হবে। ওখানে গিয়ে ওঁদের হারানোর কথা চিন্তা করতে হবে। ওখানে শেষ দুটো সফরে ওঁদের হারানোর রাস্তা তো খুঁজে পাওয়া গিয়েছিল।"
নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পর ভারত অস্ট্রেলিয়ায় রওনা দেবে ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য।
READ THE FULL ARTICLE IN ENGLISH