Advertisment

পূজারাকেই বলির পাঁঠা করা হল কেন! কোহলির দিকে নিশানার আঙুল তুলে বিষ্ফোরক গাভাসকার

পূজারার বাকিদের মত ফ্যান ফলোয়ার নেই, কোহলিকে তীব্র কটাক্ষ গাভাসকারের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ব্যর্থতার জন্য পূজারাকেই কেন একমাত্র 'বলির পাঁঠা' করা হল। তা নিয়েই এবার নির্বাচকদের একহাত নিলেন সুনীল গাভাসকার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারার পর পূজারাকে ক্যারিবিয়ান সফরে দুটো টেস্টের জন্য বাইরে রাখা হয়েছে।

Advertisment

এতেই ক্ষিপ্ত গাভাসকার স্পোর্টস টুডে-তে নিজের কলামে লিখেছেন, "ও কেন বাদ পড়ল? আমাদের দলের সম্মিলিত ব্যাটিং ব্যর্থতার জন্য ওঁকে কেন বলির পাঁঠা করা হল? ও ভারতীয় ক্রিকেটের একজন একনিষ্ঠ সেবক। বিশ্বস্ত তো বটেই, ওঁর সাফল্যও কম নেই।"

গাভাসকার পূজারার পাশে দাঁড়িয়ে নির্বাচকদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। বলছেন, পূজারাকে বাদ দেওয়ার যুক্তি দেখাক নির্বাচকরা। ব্যর্থ হওয়া বাকিদের কেন রাখা হল, সেই প্রশ্নও তুলেছেন। "সোশ্যাল মিডিয়ায় ওঁর লক্ষ লক্ষ ফলোয়ার নেই, যাঁরা ওঁর হয়ে আওয়াজ তুলবে। তাই ওঁকে বাতিল করা হল। এটা আমার বোধগম্য হচ্ছে না। ওঁকে বাদ দেওয়ার কারণ অন্তত জানানো হোক। বাকি যাঁরা ব্যর্থ হল তাঁদের কী হবে? আমি জানি না। কারণ আজকাল নির্বাচক কমিটির চেয়ারম্যান কোনও সাংবাদিক সম্মেলন করেন না।"

২০২২-এর পর থেকেই কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়েছেন ৩৫ বছরের পূজারা। তবে জাতীয় দলের হয়ে খেলতে নেমেই ব্যর্থতার শিকার হয়েছেন বারবার। তবে গাভাসকার মনে করছেন, পূজারাকেই একমাত্র বাদ দেওয়ার উচিত হয়নি। সানি পূজারাকে পূর্ণ সমর্থন জানিয়ে লিখেছেন, "ও কাউন্টি ক্রিকেটে খেলেছে। প্রচুর লাল বলের ক্রিকেট খেলেছে। ও পুরো বিষয়টা সম্পর্কে অবহিত।"

"এখন ক্রিকেটাররা ৩৯-৪০ বছর ক্রিকেট খেলতে পারে। যতদিন ব্যাটে রান থাকবে, খেলা চালিয়ে যেতে পারে। বয়স মনে হয় না, কোনও ফ্যাক্টর হবে। রাহানে বাদে বাকিরা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কেন পূজারাকেই বাদ দেওয়া হল, সেটা নির্বাচকদের ব্যাখ্যা করতে হবে।"

Read the full article in ENGLISH

Virat Kohli BCCI Sunil Gavaskar Indian Cricket Team
Advertisment