Advertisment

Gavaskar Shastri's dig at Harry Brook: দূষণের জন্য বোল্ড হলে নাকি! ব্রুককে এবার কলকাতা-মন্তব্যের জন্য ব্যঙ্গ গাভাসকার-শাস্ত্রীর

India vs England 2nd t20I: সল্টকে 'বানি' বানিয়ে ফেলেছেন অর্শদীপ। একইভাবে হ্যারি ব্রুক দাঁড়াতে পারছেন না বরুণের স্পিনের সামনে। বোল্ড হচ্ছেন বারবার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Harry Brook bowled by Varun Chakravarthy

Harry Brook bowled by Varun Chakravarthy: হ্যারি ব্রুককে আরও একবার বোল্ড করলেন বরুণ চক্রবর্তী (টুইটার)

Sunil Gavaskar Ravi Shastri's dig at Harry Brook: কি, কুয়াশায় বল দেখতে অসুবিধা হচ্ছে নাকি! কার্যত এমন ভাষাতেই এবার হ্যারি ব্রুককে ব্যঙ্গ করলেন রবি শাস্ত্রী এবং সুনীল গাভাসকার। ইডেন গার্ডেন্সের পর চিপকেও বরুণ চক্রবর্তীর বলে বোল্ড ব্রুক। 

Advertisment

কলকাতায় শোচনীয় পরাজয়ের পর ব্রুক কুয়াশাকে দায়ী করেছিলেন। সেই প্রসঙ্গ তুলে এনে গাভাসকার-শাস্ত্রী দুজনেই কমেন্ট্রি বক্স থেকে একহাত নেন শনিবার। বরুণ চক্রবর্তীর গুগলি পড়তে না পেরে শনিবারও মাত্র ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন ইংল্যান্ডের তারকা ব্যাটার।

তারপরেই ব্রুককে বিঁধতে দেরি করেননি ভারতের দুই প্রাক্তন কিংবদন্তি। ব্রুক বোল্ড হওয়ার পরই কমেন্ট্রি বক্সে শাস্ত্রী বলে দেন, "আউট হওয়ার জন্য কুয়াশার আর দরকার নেই। বল এবার সোজাসুজি ফাঁক দিয়ে উইকেট ভেঙে দিয়েছে।" শাস্ত্রীর কথায় তাল মেলান গাভাসকার-ও, "হ্যাঁ ভালোই বললে। চেন্নাইয়ের আলো আরও বেশি স্বচ্ছ।"

Advertisment

"কলকাতায় একটু ধোঁয়াশা ছিল বটে। এখানে কিন্তু কোনও ধোঁয়াশা নেই। কোনও ধারণাই নেই বল কোন দিকে যাচ্ছে। স্ট্যাম্পের বেল উড়িয়ে দিল। হ্যারি ব্রুক ১৩ রানে আউট। ভালো করে দেখো, এখানে কি কোনও কুয়াশা রয়েছে?"

এমনকি বিদ্রুপ করেছেন ইংল্যান্ডের প্রাক্তনী মাইকেল ভন-ও। টুইটে লিখেছেন, "চেন্নাইয়ে কি খুব বেশি ধোঁয়াশা? এমনিই জিজ্ঞাসা করছি।" চেন্নাইয়ে দ্বিতীয় টি২০-তে নামার আগে প্রেস কনফারেন্স-এ ব্রুক বলেছিলেন, "ধোঁয়াশার মধ্যে স্পিন বল পিক করা মুশকিল। এখানের হাওয়া কিছুটা স্বচ্ছ। আরো সহজে বল পড়তে পারব আমরা।"

England Ravi Shastri Sunil Gavaskar Cricket News England Cricket Team
Advertisment