Advertisment

ভোটাধিকার হারাতে চলেছেন শচীন-গাভাসকার! তোলপাড় ফেলা খবরে ক্ষোভ প্রকাশ্যে

এমসিএ চায় আন্তর্জাতিক ক্রিকেটারদের যাতে সংস্থায় ভোটাধিকার না থাকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

২৯ জুলাই মুম্বই ক্রিকেট সংস্থা বিশেষ সাধারণ সভা ডাকল। সেখানেই এমসিএ (মুম্বই ক্রিকেট এসোসিয়েশন)-র সংবিধান বদলানো নিয়ে আলোচনা হতে পারে। জানা যাচ্ছে, এমসিএ-র আন্তর্জাতিক ক্রিকেটারদের ভোটাধিকার বন্ধ করা, ৭০ ঊর্ধ্ব ব্যক্তিদের পদাধিকার বিলোপ নিয়ে আলোচনা হতে পারে।

Advertisment

আর মুম্বই ক্রিকেট সংস্থায় এই নতুন নিয়ম চালু হলে শচীন, সুনীল গাভাসকার, দিলীপ বেঙ্গসরকারদের মত প্রাক্তন আন্তর্জাতিক তারকারা ভোটাধিকার হারাবেন। লোধা কমিটির সুপারিশ মেনে সুপ্রিমকোর্ট প্রত্যেক রাজ্য সংস্থাকে নির্দেশ দিয়েছে সংবিধান বদলানোর জন্য।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন নীরাজ চোপড়াকে বেনজির অপমান নীতা আম্বানির! কুৎসিত বিতর্কে ফুঁসল ক্রীড়াজগৎ

এমসিএ-র প্রস্তাবিত পরিবর্তন ইতিমধ্যেই সমস্ত মেম্বারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ব্যক্তি নয়, এমসিএ-র অধীনস্থ ক্লাবগুলিই তাঁদের সদস্য। সেই সঙ্গে এমসিএ চাইছে আন্তর্জাতিক ক্রিকেটাররা জউন সহযোগী সদস্য হিসেবে যুক্ত থাকেন যাঁদের ভোটাধিকার থাকবে না।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমসিএ-র এক প্রস্তাবক জানিয়েছেন, "কোনও ব্যক্তি, যেমন পেট্রন মেম্বার, ডোনার মেম্বারদের কোনও ভোটাধিকার থাকবে না। আন্তর্জাতিক তারকাদের সদস্যপদ দেওয়া হবে। তবে ভোটাধিকারের বিষয়টি নির্ভর করবে সংস্থার ওপর। তবে সমস্ত আন্তর্জাতিক তারকাদের সহযোগী সদস্য করা হতে পারে। কোনও বৈঠকে তাঁরা উপস্থিত হয়ে তাঁদের পরামর্শ দিতে পারেন।"

আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতানো তারকা ফিরছেন দ্রাবিড়ের কোচিংয়ে! বড় নিয়োগ করতে চলেছে BCCI

তবে লোধা কমিটির ৭০ ঊর্ধ্ব ব্যক্তিদের পদ ছাড়ার বিষয়টি মানতে রাজি নয়। তাঁদের বক্তব্য, "এমন ভাবনা বাস্তবসম্মত নয়। অনেক প্রশাসক রয়েছেন যাঁরা ৭০ পেরিয়েও দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন। এমসিএ চায় না ক্রিকেট প্রশাসনে পারদর্শী ব্যক্তিদের অভাব অনুভূত হোক।"

এমন ঘটনায় সরাসরি ক্ষোভ প্রকাশ করছেন প্রাক্তন ক্রিকেটাররা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে সংস্থার এক প্রাক্তন আন্তর্জাতিক তারকা বলে দিয়েছেন, "স্রেফ সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে বলেই সংস্থার সংবিধান বদলানো যায় না। কিছু পরিবর্তন করতে হলে প্ৰথমে সুপ্রিম কোর্টে যাওয়া প্রয়োজন। তারপরে সুপ্রিমকোর্ট সেই নির্দেশে শিলমোহর দিলে তবেই নিয়ম বদলানো উচিত।"

Sachin Tendulkar Sunil Gavaskar Cricket News
Advertisment