Advertisment

Sunil Gavaskar slams Australian Media: সূর্যকুমার যাদবের ক্যাচ নিয়ে এবার কেচ্ছা অজি মিডিয়ার, তাণ্ডব চালিয়ে জবাব গাভাসকারেরও

Suryakumar Yadav catch: সূর্যকুমার যাদব তথা ভারতের সম্মানহানির তীব্র বিরোধিতা করেছেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav, Sunil Gavaskar, সূর্যকুমার যাদব, সুনীল গাভাসকার,

Suryakumar Yadav-Sunil Gavaskar: সূর্যকুমারের পাশে দাঁড়ালেন গাভাসকার। (ছবি- টুইটার)

Sunil Gavaskar on Australian Media: সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদবের ক্যাচ বিতর্ককে বড় করে দেখানোর চেষ্টা শুরু করেছে অস্ট্রেলিয়ান মিডিয়া। যার কড়া জবাব দিতে এবার এগিয়ে এলেন সুনীল গাভাসকার। ভারতীয় ক্রিকেট দল সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপ ২০২৪-এ ইতিহাস সৃষ্টি করেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল একটি ম্যাচেও না হেরে বিশ্বকাপ জিতেছে।

Advertisment

ভারত এর আগেই বেশ কয়েকটি দুর্দান্ত পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছে। শেষ পর্যন্ত, ১৭ বছর পর টি২০ বিশ্বকাপের ট্রফি জিতে সেই তালিকা লম্বা করল। রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে টানটান উত্তেজনার মধ্যে পরাস্ত করেছে রোহিত শর্মার দল। ভারতের পারফরম্যান্স বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তার মধ্যেই ম্যাচের শেষ ওভারে ডেভিড মিলারকে আউট করার সময় নেওয়া সূর্যকুমার যাদবের বিশ্বের অন্যতম সেরা মানের ক্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কিছু নেটিজেন।

সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিওতে দাবি করা হয়েছে যে ক্যাচটি বেআইনিভাবে ধরা হয়েছে। ক্যাচ ধরার সময় সূর্যকুমারের পা ছিল বাউন্ডারি লাইনের ভিতরে। আর, ভারতের কাছে হেরে যাওয়া দলগুলোর কিছু সমর্থক এই গুজবকে রীতিমতো ছড়াতে পেরে বেশ মজা নিচ্ছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে টি২০ বিশ্বকাপে ভারতের কাছে পরাজিত অস্ট্রেলিয়া দেশের মিডিয়াগুলোও। এভাবে কার্যত চক্রান্ত করে সূর্যকুমার যাদব তথা ভারতের সম্মানহানির তীব্র বিরোধিতা করেছেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকার। তিনি অস্ট্রেলিয়ান গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন।

সংবাদমাধ্যমে গাভাসকার নিজের কলামে লিখেছেন, 'একটি অস্ট্রেলিয়ান কাগজ সূর্যকুমারের ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে। রিপ্লেগুলি বেশ স্পষ্ট ছিল। তাতে দেখা গেছে যে সূর্যকুমার যাদব একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। শরীরের ভারসাম্য রাখার জন্য বল বাউন্ডারির মধ্যেই তিনি আকাশের দিকে ছুড়ে দিয়েছিলেন। এরপর বাউন্ডারির বাইরে থেকে ঘুরে এসে ক্যাচটি ধরেন। যা তাঁর দুর্দান্ত ক্যাচ ধরার চেষ্টাকে সম্পূর্ণ করেছে।'

আরও পড়ুন- বিশ্বকাপের পর প্ৰথমবার মাঠে টিম ইন্ডিয়া! শনিবার ভারত-জিম্বাবোয়ে ম্যাচ কখন, কোন চ্যানেলে দেখবেন

এই প্রসঙ্গে গাভাসকার বলেছেন, অস্ট্রেলিয়ার যে সাংবাদিক সূর্যকুমার যাদবের ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁর উচিত অস্ট্রেলিয়া দলের কুখ্যাত কিছু প্রতারণার ভিডিও নতুন করে দেখা। এই প্রসঙ্গে গাভাসকার বলেন, 'অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও ওই ক্যাচ নিয়ে প্রশ্ন তোলেনি। কিন্তু, অস্ট্রেলিয়ান সাংবাদিক সেটা করেছেন। তিনি সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আঙুল তোলার আগে বরং অজিদের করা ১০টি নির্লজ্জ প্রতারণার ভিডিও দেখতে পারেন। কারণ, এখানে মাটির পাত্র কেটলিকে কালো বলছে।'

T20 World Cup Social Media Sunil Gavaskar ICC Cricket World Cup South Africa Cricket Team Cricket World Cup Australia Suryakumar Yadav Australia Cricket Team
Advertisment