কলকাতায় নেই হুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান। আইএসএল জয়ী বাগান ফুটবলাররা না থাকলেও বারপুজোয় জাঁকজমকে কোনও ঘাটতি থাকছে না। এবার মোহনবাগানের বারপুজোয় উপস্থিত থাকবেন স্বয়ং সুনীল মনোহর গাভাসকার। যিনি চুনি গোস্বামীর নামাঙ্কিত গেটের উদ্বোধন করবেন।
বর্তমানে আইপিএলে ধারাভাষ্য করছেন কিংবদন্তি। শুক্রবার কেকেআর ইডেন গার্ডেন্সে খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। রবিবার মুম্বইয়ে ওয়াংখেড়েতে কেকেআর মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
ইডেনে ধারাভাষ্য করতে আসবেন সুনীল গাভাসকার।আর শনিবার মুম্বই উড়ে যাওয়ার আগে তাঁর হাতে উদ্বোধন ঘটবে মোহনবাগানের চুনি গোস্বামীর নামাঙ্কিত গেট।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে খেলা দুর্ধর্ষ স্ট্রাইকার হয়ত মোহনবাগানে! বিরাট চমকের অপেক্ষায় সবুজ মেরুন
মঙ্গলবার মোহনবাগানের তরফে প্রকাশ করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথাগতভাবে বারপুজো সারবে ক্লাব। সকাল সাড়ে দশটায় সুনীল গাভাসকার স্বয়ং চুনী গোস্বামীর নামে গেট উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও সম্মানীয় অতিথি হিসাবে থাকবেন গায়ক বাবুল সুপ্রিয়।
এছাড়াও অতিথি হিসাবে হাজির থাকবেন প্রয়াত চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী। থাকবেন বলাই দে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সুশীল সিং, বিক্রমজিত দেবনাথ, জেভিয়ের পায়াস, দিব্যেন্দু বিশ্বাসের মত প্রাক্তনরা।
সকাল সাড়ে এগারোটায় পারফর্ম করবে ব্যান্ড দোহার।