সোমবার ইডেন গার্ডেন্সে উইকেটের সেঞ্চুরি করলেন সুনীল নারিন। আইপিএল-এ প্রথম বিদেশি স্পিনার হিসেবে ১০০টি উইকেট নেওয়ার নজির গড়লেন এই ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। ক্রিকেটের নন্দনকাননে নারিন দিল্লির বিরুদ্ধে তিনটি উইকেট নিয়েছেন। কেকেআর-কে ৭১ রানে জেতাতে বড় অবদান রেখেছেন তিনি। এদিন নারিনের শিকার বিজয় শংকর, ক্রিস মরিস ও মহম্মদ শামি। এই মুহূর্তে নারিনের ঝোলায় ১০২টি উইকেট।
নারিন ও জাহির খান দু জনেই ১০২টি করে উইকেট পেয়েছেন। ১০০টি ম্যাচ খেলে শততম উইকেট নেওয়ার মাইলফলক গড়েন জাহির। কিন্তু নারিন মাত্র ৮৬ ম্যাচ খেলেই উইকেটের সেঞ্চুরি করে ফেললেন। আইপিএল-এর তৃতীয় স্পিনার হিসেবে ১০০টি উইকেট নিয়েছেন নারিন। তাঁর আগে অমিত মিশ্র (১৩৪টি) ও রবিচন্দ্রন অশ্বিন (১০৪টি) রয়েছেন। এই টুর্নামেন্টে একই টিমের হয়ে ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তিন ক্রিকেটারের। সেই তালিকাতেও চলে এলেন নারিন। লাসিথ মালিঙ্গা ও হরভজন সিং দুজনেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে যথাক্রমে ১৫৪ ও ১২৭টি করে উইকেট নিয়েছেন। নারিনের ১০২ উইকেটও শুধু কেকেআরের হয়ে খেলেই।
সোমবার নারিন ও কুলদীপ যাদবের জোড়া ফলা সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে দিল্লি। দুজনেই তিনটি করে উইকেট পেয়েছেন। দিল্লির হয়ে ক্রিজে সময় কাটাতে পেরেছেন ঋষভ পন্থ (৪৩) ও গ্লেন ম্যাক্সওয়েল (৪৭)। কলকাতার ২০০ রান তাড়া করতে নেমে ১২৯ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস।৭১ রানে জিতে যায় নাইটরা।