New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/26/9qRkP4o406y040mXTu6P.jpg)
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলছেন না সুনীল নারিন
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলছেন না সুনীল নারিন
Sunil Narine KKR: জমে উঠেছে চলতি আইপিএল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ( Rajasthan Royals) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) খেলতে নেমেছে। এই ম্যাচে কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে টস জেতার পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তবে কলকাতার প্রথম একাদশে একটা বড় পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। এই ম্যাচে খেলছেন না সুনীল নারিন। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন মঈন আলি।
কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে প্রতি মরশুমেই কোনও না কোনও পরিবর্তন দেখতে পাওয়া যায়। কিন্তু, সুনীল নারিন বরাবরই প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছে। এমনকী, নিলামের সময়ও তাঁকে প্রথমে রিটেন করার সিদ্ধান্ত নেয় কেকেআর ম্যানেজমেন্ট। গত কয়েকটা মরশুমে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নারিন যথেষ্ট গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করছিলেন। আর সেকারণে তাঁর খেলা দেখার পর সকলেই অপেক্ষা করছিলেন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অবশ্য খেলতে পারছেন না সুনীল। শেষবার ২০২০ সালে আইপিএল টুর্নামেন্টের কোনও ম্যাচ মিস করেছিলেন নারিন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। তারপর থেকে কেটে গিয়েছে ১,৬২৮ রান। ওই ম্যাচে কেকেআর ব্রিগেডকে হারতে হয়েছিল।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রথম ১০ ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। রাজস্থান রয়্যালস আপাতত বেশ ব্যাকফুটে দাঁড়িয়ে রয়েছে। রাজস্থান আপাতত ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে। শুরুটা বেশ ভালোই করেছিলেন যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন। কিন্তু, কলকাতার স্পিনাররা শুধুমাত্র সমতাই ফেরালেন না, ফিরলেন ক্ষমতাতেও। এই জায়গা থেকে রাজস্থানকে তারা কত রানে আটকাতে পারে, সেটাই আপাতত দেখার।