বিরাট কোহলিদের বিরুদ্ধে দেশের মাটিতে পূর্ণশক্তির দল নামাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের বিশ্বচ্য়াম্পিয়নরা ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টি-২০ সিরিজের প্রথম দু'ম্য়াচের দল ঘোষণা করে দিল ক্য়ারিবিয়ান বোর্ড।
মঙ্গলবার ১৪ সদস্যের দল বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টিমে রয়েছেন ক্য়ারিবিয়ান স্টার আন্দ্রে রাসেল। বিশ্বকাপের পর তাঁর বাঁ-গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল। ড্রে রাস এখন ফিট। তাঁকে নিয়েই দল করেছে উইন্ডিজ। এছাড়াও রয়েছেন আরও দুই টি-২০ বিশেষজ্ঞ সুনীল নারিন ও কায়রন পোলার্ড। নতুন মুখ হিসেবে দেখা যাবে উইকেটকিপার-ব্য়াটসম্য়ান অ্যান্থনি ব্রাম্বেলকে। ওয়েস্ট ইন্ডিজ চ্য়াম্পিয়নশিপে ভাল পারফরম্য়ান্সের জন্য়ই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। যদিও ক্রিস গেইল খেলছেন না এই সিরিজে। ক্য়ারিবিয়ান দৈত্য় কানাডা গ্লোবাল টি-২০ টুর্নামেন্টে খেলবেন সেসময়। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটির চেয়ারম্য়ান রবার্ট হেইনস বলছেন যে, আগামী বছর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাঁরা দলের কম্বিনেশন দেখে নিতে চায়। ভারতের বিরুদ্ধে এই দলে অভিজ্ঞতা আর তারুণ্য়ের সঠিক মিশেল রয়েছে।
আরও পড়ুন: নেতা হলেন না রোহিত, কোহলিই সেই অধিনায়ক! ঘোষিত ক্যারিবিয়ান সফরের দল
ওয়েস্ট ইন্ডিজ দল (প্রথম ও দ্বিতীয় টি-২০): জন ক্য়াম্পবেল, এভিন লুইস, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কায়রন পোলার্ড. রোভম্য়ান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েট, কেমো পল, সুনীল নারিন, শেলডন কটরেল, ওশেন থমাস, অ্যান্থনি ব্রাম্বেল, আন্দ্রে রাসেল ও খারি পিয়ের।
আগামী ৩ অগাস্ট ফ্লোরিডায় ভারতের ক্য়ারিবিয়ান সফর শুরু হচ্ছে। এর ঠিক পরের দিনই সিরিজের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হবে বিরাট-ব্রাথওয়েট। ৬ অগস্ট তিন ম্য়াচের টি-২০ সিরিজের তৃতীয় ও ফাইনাল ম্য়াচ। এরপর ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্য়াচের ওয়ান-ডে ও দু'ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে।
গত রবিবার ভারত তিন ফর্ম্য়াটের জন্য়ই দল ঘোষণা করে দিয়েছে। টি-২০ দলে রয়েছেন বিরাট কোহলি (ক্য়াপ্টেন), রোহিত শর্মা (ভাইস-ক্য়াপ্টেন), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ক্রুনাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার এবং নভদীপ সাইনি।