/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/athiya-shetty-and-rahul.jpg)
তারকা ক্রিকেটারের প্রেমে পাগল আথিয়া (টুইটার)
জন্নত অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছিল। তবে সেই সম্পর্ক এখন অতীত। লোকেশ রাহুল এখন নাকি ডেটিং করছেন সুনীল শেঠীর কন্যা আথিয়া শেঠীর সঙ্গে। এমনই খবর মুম্বইয়ের এক বিনোদনধর্মী ওয়েবসাইটের। সেই প্রতিবেদনে বেশ স্পষ্ট লেখা হয়েছে, আথিয়া ও লোকেশ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সম্পর্কে আবদ্ধ। এবং সেই সম্পর্ক 'বেশ সিরিয়াস'। আথিয়া নিজের সম্পর্কের বিষয়ে জানাতে রাজি হননি। লোকেশ আবার কোহলিদের বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য।
জল্পনা ছড়িয়েছিল একটা ইনস্টাগ্রাম পোস্ট থেকে। দু-জনের কমন ফ্রেন্ড আকাঙ্খা রঞ্জন কাপূর সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে আকাঙ্খার সঙ্গেই দেখা গিয়েছে আথিয়া ও লোকেশ রাহুলকে। পোস্টের ক্যাপশন বেশ তাৎপর্যপূর্ণ, "...এন্ড আয়াম সো গুড উইথ দ্যাট", "...আমি এটা নিয়ে বেজায় খুশি।"
আরও পড়ুন ধোনিরা গড়াপেটা করেছেন? বিস্ফোরক অভিযোগ বাংলাদেশের
চোটে বিশ্বকাপ শেষ কোহলির দলের তারকার, হারের পরেই প্রচণ্ড ধাক্কা
মোদীর জন্যই হার ধোনিদের! বিস্ফোরক তথ্য উঠে এল ইংল্যান্ডের কাছে হারের পরেই
এই পোস্টের পরেই দুজনের সম্পর্কের ঘনত্ব নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আকাঙ্খা কী নিজের দুই বন্ধুর সম্পর্কের সমীকরণের জন্যই বেজায় খুশি, তা নিয়ে তোলপাড় বি-টাউন।
View this post on Instagram...n i’m so good with that ????
A post shared by ????Kanch (@akansharanjankapoor) on
এর আগে অন্য এক অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গে রাহুলের রিলেশনশিপ নিয়ে একাধিক সংবাদপত্রে লেখা হয়েছিল। সেই সময়ে নিধি বলেছিলেন, তারা শুধু বন্ধু, ভাল বন্ধু। অন্যদিকে, কানাডিয়ান র্যাপার ড্রেকের সঙ্গে নাকি ভালমতো সম্পর্ক ছিল আথিয়া শেঠির। তাদের ইনস্টাগ্রামের ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।
চার বছর আগে 'হিরো' সিনেমায় সুরজ পাঞ্চোলির বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করেন। তারপরে 'মুবারকা' সিনেমায় অর্জুন কাপূরের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে আথিয়া 'মোতিচুর চাকনাচুর' সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন।